ভারতে লঞ্চ হতে চলেছে 50MP Camera এবং 16GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Spark 20C, জেনে নিন লঞ্চ ডেট

টেকনো কিছু দিন আগে ভারতে লো-বাজেট স্মার্টফোন হিসাবে Tecno Spark 20 লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 10,499 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। এই ফোনটি লঞ্চের পর এবার কোম্পানি তাদের ‘স্পার্ক’ সিরিজের অধীনে Tecno Spark 20C নামে আরও একটি স্মার্টফোন আনতে চলেছে। এই ফোনটি আগামী 27 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। Tecno Spark 20C লঞ্চ ডেটের সঙ্গে সঙ্গেই এই ফোনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জানা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ভারতে লঞ্চ হবে Tecno Spark 20C

টেকনো অফিশিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 27 ফেব্রুয়ারি ভারতে Tecno Spark 20C ফোনটি লঞ্চ করবে। এই ফোনের ‘নোটিফাই মি’ পেজ শপিং সাইট আমাজনে লাইভ করা হয়েছে এবং এখান থেকে ফোনটির বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। 27 ফেব্রুয়ারি লঞ্চের পরে এই Tecno মোবাইলটি এই ই-কমার্স সাইটের মাধ্যমেই সেল করা হবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন (কনফার্ম)

RAM + স্টোরেজ

কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মোবাইল ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে Memory Fusion টেকনোলজি ব্যবহার করে 8GB Extended RAM পাওয়া যাবে। ফলে ভার্চুয়াল র‍্যাম এবং ফোনের ফিজিক্যাল র‍্যামের মিলে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। Tecno Spark 20C ফোনটি 128GB স্টোরেজ সহ মার্কেটে পেশ করা হবে। মেমরি বাড়ানোর জন্য এতে 1TB SD কার্ড ব্যবহার করা যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Spark 20C স্মার্টফোন ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সরের সঙ্গে 50MP অলট্রা ক্লিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্যামেরা সেটআপে Time Lapse ফিচারও পাওয়া যাবে।

ডিসপ্লে

Tecno Spark 20C স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন সহ লঞ্চ করা হবে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে “Dot-in-display”। এই মোবাইলের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। এছাড়াও এতে Dynamic Port ফিচার থাকবে, যার মধ্যে নচ-স্টাইলে নোটিফিকেশন ইত্যাদি তথ্য দেখা যাবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেলে 4GB এবং বড় মডেলে 8GB extended RAM ব্যাবহার করা যায়। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 100% রিসাইকেল ব্যাক কভার ব্যাবহার করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এই ফোনে Dual Speakers, FM এবং OTG এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here