লঞ্চের আগেই প্রকাশ্যে এল Tecno Spark 40 Pro ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, এফসিসি প্ল্যাটফর্মে হল লিস্টেড

টেক ব্র্যান্ড টেকনো আগামী জুলাই মাসের তাদের Spark 40 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। অফিসিয়াল লঞ্চের বেশ কিছু সময় আগেই এই সিরিজের Tecno Spark 40 Pro ফোনটি FCC এবং Carlcare সার্ভিস ওয়েবসাইটে স্পট করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি গত বছর লঞ্চ করা Spark 30 Pro ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark 40 Pro ফোনের FCC এবং Carlcare লিস্টিং

  • FCC লিস্টিং অনুযায়ী, Spark 40 Pro ফোনের মডেল নাম্বার KM6 এবং এই ফোনে 8GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হবে।
  • ফোনটিতে 5,060mAh রেটেড এবং 5,160mAh টাইপিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। এই ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করবে, তবে টেস্টিঙে রিপোর্টে শুধুমাত্র SIM1 এর পারফরমেন্স মাপা হয়েছে।
  • FCC লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 2G, 3G এবং 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করবে।
  • এই ফোনটিতে LTE FDD ব্যান্ড 2/4/5/7/12/17/66 এবং LTE TDD ব্যান্ড 38/41 পাওয়া যাবে।
  • ওয়্যারলেস ফিচার হিসাবে এতে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz এবং 5GHz), Bluetooth (BR+EDR+BLE), NFC এবং FM রেডিও থাকবে।
  • লোকেশন সার্ভিসের জন্য এই ফোনে GPS, GLONASS, BDS এবং Galileo সাপোর্ট থাকবে।
  • লিস্টিং ইমেজে ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যালি অবস্থিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফোনের ডায়মেনশন প্রায় 163.67 x 75.87 x 6.85mm হবে বলে জানা গেছে।

  • Carlcare সার্ভিস ওয়েবসাইট এই ফোনটির নাম কনফার্ম করেছে এবং আরও জানিয়েছে এই ফোনের আরেকটি ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হবে।

Tecno Spark 40 Pro+ ফোনের ডিটেইলস

Tecno Spark 40 সিরিজে মোট চারটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি Spark 40, Spark 40 Pro, Spark 40 Pro 5G এবং Spark 40 Pro+ নামে পেশ করা হতে পারে। এর মধ্যে Spark 40 Pro+ ফোনটি সম্পর্কে চরম সমালোচনা চলছে, কারণ কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে লেটেস্ট MediaTek Helio G200 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি প্রথম এই প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই চিপসেটে TSMC এর 6nm প্রসেস টেকনোলজি দেওয়া হবে। এতে 2x Cortex-A76 কোর (2.2GHz) এবং 6x Cortex-A55 কোর (2.0GHz) কোর সহ অক্টাকোর সেটআপ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here