মাত্র 6699 টাকা দামে লঞ্চ হল 5000mAh ব্যাটারি এবং 6GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno স্মার্টফোন, রয়েছে TV Remote ফিচার

টেকনো আজ ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Tecno POP 9 লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের প্রথম MediaTek Helio G50 প্রসেসর সহ স্মার্টফোন। স্টাইলিশ লুক, সুন্দর ফিচার এবং স্পেসিফিকেশন সহ এই ফোনটির দাম শুরু হয় মাত্র 6699 টাকা থেকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Tecno POP 9 4G ফোনের দাম

ভারতে Tecno POP 9 4G ফোনটি 6,699 টাকা দামে লঞ্চ হয়েছে। প্রথম সেল উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 200 টাকা ছাড় দেওয়া হবে, যার ফলে এই ফোনটির দাম পড়বে মাত্র 6,499 টাকা। আগামী 26 নভেম্বর থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি Glittery White, Lime Green এবং Startrail Black কালার অপশনে সেল করা হবে।

Tecno POP 9 4G ফোনের স্পেসিফিকেশন

  • MediaTek Helio G50
  • 6.67” HD+ 90Hz Screen
  • 6GB RAM + 64GB Storage
  • 5,000mAh Battery
  • 13MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 15W 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। নোটিফিকেশন সহ অন্যান্য ডিটেইলস দেখানোর জন্য এটি চওড়া হয়ে পিল শেপের হয়ে যায়। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 480nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Tecno POP 9 4G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হওয়া প্রথম মিডিয়াটেক হেলিও জি50 অক্টাকোর প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসরটি 2.2GHz ক্লক স্পীডে কাজ করে।

RAM: Tecno POP 9 ফোনে 3GB RAM এবং 3GB Virtual RAM দেওয়া হয়েছে। ফলে এই ফোনে মোট 6GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 9 4G ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। এতে PDAF টেকনোলজি এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno POP 9 4G ফোনটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

IR Remote Control: এই ফোনে আইআর ব্লাস্টার টেকনোলজি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনটি ব্যাবহার করে টিভি, এসি ও অন্যান্য রিমোট পরিচালিত প্রোডাক্ট কন্ট্রোল করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here