গ্লোবাল বাজারে লঞ্চ হল Tecno Spark Go 1 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

টেকনো তাদের স্পার্ক সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি গ্লোবাল বাজারে Tecno Spark Go 1 নামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, Unisoc T615 প্রসেসর, ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Tecno Spark Go 1 এর স্পেসিফিকেশন

  • 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • Unisoc T615 চিপসেট
  • 4GB RAM +4GB ভার্চুয়াল RAM
  • 128GB ইন্টারনাল স্টোরেজ
  • 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • আইপী54 রেটিং

ডিসপ্লে: Tecno Spark Go 1 স্মার্টফোনটিতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন সহ 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও ডায়নেমিক পোর্ট ফিচারের মাধ্যমে নোটিফিকেশন, চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য জরুরি তথ্য দেখা যায়।

চিপসেট: Tecno Spark Go 1 স্মার্টফোনটি Unisoc T615 চিপসেট সহ পেশ করা হয়েছে। এই চিপসেটি কম বাজেট রেঞ্জে মাল্টি টাস্কিং সহ গেমিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায়।

স্টোরেজ: এই ফোনটিতে 4GB RAM +4GB ভার্চুয়াল RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ কম বাজেট রেঞ্জে মোট 8GB পর্যন্ত RAM ব্যাবহার করা যাবে। একইসঙ্গে ফোনটিতে ফটো এবং ভিডিও ফাইলস সেব ও অ্যাপের জন্য ভালো স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Tecno Spark Go 1 ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Tecno Spark Go 1 ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি আল্টিমেট স্মুথ পারফরম্যান্স সহ 4 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।

Tecno Spark Go 1 এর দাম

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Tecno Spark Go 1 স্মার্টফোনটি লিস্টেড করা হয়েছে। তবে শীঘ্রই দাম জানানো হতে পারে। এই ফোনটির ফিচার দেখে মনে করা হচ্ছে ফোনটি কম দামের বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি স্টারট্রেল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট এর মতো দুটি কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here