মাত্র 6699 টাকা দামে লঞ্চ হল নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন, রয়েছে iPhone এর মতো এই ফিচার

টেকনো তাদের ভারতীয় ইউজারদের জন্য নতুন Tecno SPARK GO 2024 ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে কোম্পানির সস্তা স্পার্ক সিরিজের অধীনে মাত্র 6,699 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই সস্তা দামেও ইউজাররা 90Hz ডট ইন ডিসপ্লে, আইফোনের মতো ডায়নামিক্ক পোর্ট ফিচার, 5000mAh ব্যাটারি, 6GB পর্যন্ত RAM, 13 মেগাপিক্সেল ক্যামেরার মতো কিছু সুন্দর ফিচার পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Tecno SPARK GO 2024 এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার শপিং সাইট আমাজনে লিস্টেড করে দেওয়া হয়েছে।
  • ছবিতে দেখা যাচ্ছে এই ফোনটি virtual RAM ও physical RAM সহ 6GB RAM+64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ফোনটি মাত্র 6,699 টাকা প্রাথমিক দামে সেল করা হবে বলে জানা গেছে।
  • আগামী 7 ডিসেম্বর থেকে আমাজন এবং রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
  • এই ফোনটি গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট কালারে সেল করা হবে।
  • এছাড়া 7 ডিসেম্বর এই ফোনের অন্যান্য মডেল সম্পর্কেও জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Tecno SPARK GO 2024 এর স্পেসিফিকেশন

  • 6.56 ইঞ্চির ডট ইন ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশরেট
  • ডায়নামিক পোর্ট ফিচার
  • Unisoc T606 চিপসেট
  • 3GB RAM+64GB স্টোরেজ
  • 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • দুএক ডিটিএস স্পিকার

ডিসপ্লে – Tecno SPARK GO 2024 ফোনে 6.56 ইঞ্চির ডট ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশরেট এবং পাণ্ডা স্ক্রিন প্রোটেকশন রয়েছে। এই ফোনের ডিসপ্লেতে ডায়নামিক পোর্ট ফিচার যোগ করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লে প্যানেলের ওপরের দিকে পিল শেপে কলার আইডি, চার্জিং পারসেন্ট এবং অন্যান্য বেশ কিছু ইনফরমেশন দেখা যায়।

প্রসেসর – প্রসেসিঙের জন্য এতে Unisoc T606 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.6GHz ক্লক স্পীডে কাজ করে। অর্থাৎ ইউজাররা কম স্পেসিফিকেশন স্বত্বেও ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

স্টোরেজ – ডেটা স্টোর করার জন্য এই ফোনে 3GB RAM+64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 3GB virtual RAM পাওয়া যায়। ফলে ইউজাররা এক্সট্রা RAM এর সুবিধা পাবেন।

ক্যামেরা – ফটোগ্রাফির জন্য Tecno SPARK GO 2024 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং AI সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য – এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ডিটিএস স্পিকার, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here