জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত

20 ডিসেম্বর, 2023 ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভায় নতুন Telecommunications Bill 2023 পাশ করা হয়েছে। এতে মোবাইল ইউজারদের পাশাপাশি টেলিকম অপারেটরদের জন্যও নতুন পরিবর্তন করা হয়েছে। 138 বছর পুরনো টেলিগ্রাফ আইন বাতিল করে নতুন টেলিকম আইন চালু করা হয়েছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Telecommunications Bill 2023 এর প্রধান বিষয়বস্ত-

  • নতুন টেলিকমিউনিকেশন বিল দেশের টেলিকম সেক্টরে 138 বছর ধরে পরিচালনারত ভারতীয় টেলিগ্রাফ আইন রিপ্লেস করা হবে। এর সঙ্গে সঙ্গে The Indian Wireless Telegraphy Act 1933 এবং Telegraph Wires Act 1950 বাতিল ও TRAI Act 1997 সংশোধন করা হবে।
  • Telecommunications Bill 2023 এ কোনো ব্যাক্তিকে সিম কার্ড কেনার সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন করানো আবশ্যক করা হয়েছে। এই Biometrics সম্পূর্ণ করার দায়িত্ব মোবাইল কোম্পানিগুলির।
  • কেউ যদি জাল ডকুমেন্ট দেখিয়ে বা ভুল পরিচয় দিয়ে সিম কেনে তবে তাঁর 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 3 বছর পর্যন্ত জেলের শাস্তি হতে পারে।
  • OTT অর্থাৎ ওভার দা টপ সার্ভিসগুলিকে আপাতত এই বিল থেকে রেহাই দেওয়া হয়েছে। আগে টেলিকম সার্ভিসের অধীনেই ওটিটি পরিষেবা আনার কথা বলা হলেও আপাতত এটিকে টেলিকম রুলের বাইরে রাখা হয়েছে। শপিং সাইট এবং অনলাইন ম্যাসেজিং অ্যাপের ক্ষেত্রেও এই Telecom Bill প্রযোজ্য নয়।
  • Telecommunications Bill 2023 এর আওতায় লাইসেন্সিং সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে। এতদিন টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলিকে আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হত। কিন্তু এই পরিবর্তনের পর লাইসেন্সিং সিস্টেমে এককীকরণ করা হবে, অর্থাৎ একটি লাইসেন্সের মধ্যেই বিভিন্ন পারমিশন দেওয়া থাকবে। বর্তমানে টেলিকম বিভাগকে 100টিরও বেশি লাইসেন্স্র জারি করতে হয়, তবে আগামী দিনে মাত্র 1 লাইসেন্স দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে।
  • অসময়ে বিরক্ত করে তোলা কোম্পানিগুলির কল থেকে নতুন বিলের কারণে রেহাই পাওয়া যাবে। Telecommunications Bill 2023 এ কড়াভাবে বলা হয়েছে গ্রাহকদের প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য দেওয়া বিজ্ঞাপন ও প্রমোশনাল ম্যাসেজ পাঠানোর আগে ইউজারদের সহমত নিতে হবে।
  • প্রমোশনাল কল ও ম্যাসেজের বিষয়ে ইউজারদের ফীডব্যাক নিতে হবে। এর জন্য Jio, Airtel ও Vi এর মতো কোম্পানিগুলিকে অনলাইন মেকানিজম তৈরি করতে হবে, যেখানে ইউজাররা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here