উৎসবের মরশুমে ভারতীয়রা অজস্র কেনাকাটা করেন। এই বছরও তার ব্যাতিক্রম ঘটেনি। যারা নতুন ফোন কেনার কথা ভাবেন তাঁরাও দীপাবলির জন্য অপেক্ষা করেন। এই বছরের দীপাবলি ভারতীয় স্মার্টফোন মার্কেটের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। বিখ্যাত রিসার্চ ফার্ম IDC এর রিপোর্ট থেকে জানা গেছে এই বছরের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ জুলাই – আগস্ট – সেপ্টেম্বর মাসে ভারতে 48 মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট হয়েছে। এই বিপুল সংখ্যক স্মার্টফোন কেনাবেচা গত পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে।
এই বছর ভারতীয় মোবাইল বাজারে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি শিপমেন্ট দেখা গেছে। Q3, 2025 এর মধ্যে 48 মিলিয়ন স্মার্টফোন ইউনিট কেনাবেচা হয়েছে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এত সংখ্যক স্মার্টফোন শিপমেন্ট এর আগে কখনও হয়নি। এবার বাজারে বার্ষিক (YoY) 4.3% বৃদ্ধি দেখা গেছে। এই উন্নতির পেছনে Vivo ও Motorola এর পাশাপাশি Apple এবং Samsung গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
2025 সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে সবচেয়ে বেশি Vivo স্মার্টফোন বিক্রি হয়েছে। এই সময়ে দাঁড়িয়ে ভারতীয় মোবাইল মার্কেটে ভিভোর কাছে 18.3% মার্কেট শেয়ার ছিল। গত বছর এই সময়ে অর্থাৎ Q3 2024 সালে ভিভোর মার্কেট শেয়ার ছিল 15.8%। অর্থাৎ এক বছরে কোম্পানির মার্কেট শেয়ার 2.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
টপ 3 স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে OPPO। কোম্পানির মার্কেট শেয়ার গত বছরের তুলনায় খুব বেশি না বাড়লেও, “স্লো, বাট স্টেডি” আমেজে কোম্পানি 13.9% মার্কেট শেয়ার দখল করেছে। এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছে Samsung এর নাম। মিড রেঞ্জ স্মার্টফোনের দৌলতে কোম্পানি ভারতের বাজারে 12.6 শতাংশ শেয়ারে আধিপত্য বিস্তার করেছে।
এই বছরটি Apple এর জন্য যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। এর আগে কোনো বছরের তৃতীয় কোয়ার্টারে কোম্পানি এত বিপুল পরিমাণ আইফোন সেল করেনি। গত বছর 3Q 2024 সময়কালে কোম্পানির কাছে 8.6 মার্কেট শেয়ার ছিল, যা এই বছর 3Q 2025 সালে বেড়ে 10.4 শতাংশ হয়েছে।
এই বছর উৎসবের মরশুমে মোটোরোলাও যথেষ্ট লাভ করেছে। 2024 সালের জুলাই – আগস্ট – সেপ্টেম্বর মাসে কোম্পানির মার্কেট শেয়ার ছিল মাত্র 5.7%। 2025 সালের তৃতীয় কোয়ার্টারে কোম্পানি 8.3 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে। কোম্পানির Edge 60 সিরিজ এই কৃতিত্বের জন্য অনেকাংশেই দায়ী।
2025 সালের তৃতীয় কোয়ার্টার realme, Xiaomi, POCO, iQOO এবং OnePlus কোম্পানিগুলির জন্য খুব একটা লাভজনক ছিল না। 2024 সালের তুলনায় এই বছর এইসব কোম্পানির মার্কেট শেয়ার কিছুটা কমে গেছে।
আইডিসির রিপোর্ট অনুযায়ী এই সময়কালে ভারতীয় মোবাইল মার্কেটে ইউজাররা বেশি পরিমাণে প্রিমিয়াম স্মার্টফোন কিনেছে। 50 হাজার থেকে 70 হাজার টাকার বাজেটে বার্ষিক 43.3% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 70 হাজার টাকার চেয়ে বেশি বাজেটে ফোনের বাজারে বৃদ্ধি ঘটেছে বার্ষিক 52.9%।
এই বছরের তৃতীয় কোয়ার্টারে লেটেস্ট Apple iPhone 17 ফোনের পাশাপাশি আগের iPhone 16 এবং iPhone 15 সিরিজের ফোনগুলিও প্রচুর পরিমাণে বিকিয়েছে। Samsung Galaxy S25 Ultra, Galaxy S24 Ultra এবং Galaxy Z Fold7 এর মতো প্রিমিয়াম ফোনগুলির ব্যাপক কেনাবেচা হয়েছে। এছাড়াও OPPO A5 এবং vivo T4X এর মতো লো বাজেট স্মার্টফোনের চাহিদা ছিল উল্লেখযোগ্য।












