8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে এই সাতটি অসাধারণ অ্যান্ড্রয়েড ফোন

কখনও ভেবে দেখেছেন হঠাৎ করে স্মার্টফোনের র‍্যাম এত গুরুত্বপূর্ণ কি করে হয়ে গেল? কেন হঠাৎ স্মার্টফোন ইউজাররা বেশি র‍্যামযুক্ত স্মার্টফোন কিনতে উৎসুক হয়ে পড়েছে? তাহলে জেনে রাখুন আজকাল অ্যাপ ও গেম বেশি হেভি হয়ে গেছে। হাই রেজলিউশনযুক্ত এসব অ্যাপ রান করতে বড় র‍্যামের প্রয়োজন হয় নয়তো ফোন ল‍্যাগ করবে বা পারফরম্যান্স স্লো হয়ে যাবে। ফোনে অ্যাপ ও গেম ইন্টারনাল মেমরিতে সেভ হলেও সেগুলি রান করার সময় র‍্যাম মেমরির প্রয়োজন হয়। এই কারণেই আজকাল সবাই চেষ্টা করে যত বেশি সম্ভব র‍্যামযুক্ত ফোন কেনার। ফোনে বেশি র‍্যাম থাকলে তা তাড়াতাড়ি হ‍্যাং করবে না। ফোন ফাস্ট কাজ করবে এবং ল‍্যাগ করার সম্ভাবনাও থাকবে না। অ্যান্ড্রয়েডের প্রথম যুগে 1 জিবি র‍্যাম যথেষ্ট ছিল কিন্তু আজকাল 8 জিবি র‍্যামের ফোন‌ও বাজারে পাওয়া যায়। আমরা সাতটি 8 জিবি র‍্যামযুক্ত দুর্দান্ত ফোন সম্পর্কে জানাচ্ছি।

1. রিয়েলমি 2 প্রো

আপাতত এটি ভারতে সবচেয়ে সস্তা 8 জিবি র‍্যামযুক্ত ফোন। রিয়েলমি 2 প্রো ফোনটি কোম্পানি কয়েক দিন আগেই লঞ্চ করেছে। এতে ওয়াটার ড্রপ নচের সঙ্গে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে যা এই বাজেটের তুলনায় অনেক বেশি। এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 জিবি র‍্যাম আছে। এর সঙ্গে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির 4 জিবি ও 6 জিবির‌ও দুটি মডেল আছে।
ফোটোগ্ৰাফির জন্য রিয়েলমি 2 প্রোতে 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

2. শাওমি পোকো এফ1

শাওমি ভারতে পোকো নামে তাদের দ্বিতীয় সাব ব্র‍্যান্ড পেশ করেছে। এই ব্র‍্যান্ডে কোম্পানি প্রথম পোকো এফ1 ফোনটি পেশ করেছে। এই ফোনটিও কম দামে অসাধারণ স্পেসিফিকেশনের জন্য সুপরিচিত। কোম্পানি পোকো এফ1 এর তিনটি ভেরিয়েন্ট পেশ করেছে যা 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র‍্যামযুক্ত। এতে 6.18 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8 1 অরিওযুক্ত মিইউআই 9.6 এ কাজ করে। 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটের সঙ্গে লঞ্চ হ‌ওয়া সবচেয়ে সস্তা স্মার্টফোন।

3. আসুস জেনফোন 5জেড

এবছর আসুস‌ও 8 জিবি র‍্যামের সঙ্গে তাদের ফোন পেশ করেছে। কোম্পানি জেনফোন 5জেড লঞ্চ করেছে যা উন্নত প্রসেসরের সঙ্গে 8 জিবি র‍্যামযুক্ত। এর একটি ভেরিয়েন্ট 6 জিবি র‍্যামের সঙ্গেও পাওয়া যায়। আসুস জেনফোন 5জেডে 6.2 ইঞ্চির নচ স্টাইলযুক্ত ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে এবং এই ফোনটির 6 জিবি ও 8 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 128 জিবি মেমরি পাওয়া যায়। ফোটোগ্ৰাফির জন্য এতে 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনটি এআই ক‍্যাপেবিলিটি যুক্ত। ক‍্যামেরার সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট ও এআই ইন্টিগ্ৰেশন আছে।

4. ওয়ানপ্লাস 6

ভারতে 8 জিবি র‍্যামের সূচনা গত বছর ওয়ানপ্লাসের হাত ধরেই হয়েছিল। এবছরও কোম্পানি 8 জিবি র‍্যামের সঙ্গে ওয়ানপ্লাস 6 লঞ্চ করেছে। ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.28 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে যা নচ স্টাইলের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের স্ক্রিন কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। দুর্দান্ত র‍্যামের সঙ্গে এতে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে এবং এতে 2.8 গিগাহার্টসের অক্টাকোর ফোটোগ্ৰাফির দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয় এবং এতে 20;মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স376কে সেন্সর ও 16 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স519 ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এবং ফোনের ফ্রন্ট 16 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স371 সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

5. ভিভো নেক্স

ওপ্পোর পর ভিভোও ইনভিজিবল ক‍্যামেরাযুক্ত ফোন পেশ করেছে ও এই ফোনটিও অত‍্যন্ত শক্তিশালী। পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত ভিভো নেক্স ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। ভিভো নেক্সে 2316 × 1080 পিক্সেল রেজলিউশন 6.59 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটযুক্ত এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো নেক্সের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যেখানে ভার্টিক‍্যাল শেপে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের বডির ভেতর দেওয়া ফ্রন্ট ক‍্যামেরাটি 8 মেগাপিক্সেলের।

6. ওপ্পো ফাইন্ড এক্স

ওপ্পো ফাইন্ড এক্সের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেট‌‌আপ। এই ফোনের রেয়ার ও ফ্রন্ট উভয় ক‍্যামেরা সেট‌‌আপ‌ই ফোন বডির ভেতর দেওয়া হয়েছে যা বাইরে থেকে দেখে বোঝা যায়না। যখনই ফোটো তোলার সময় যখন ক‍্যামেরা অ্যাপ ওপেন করা হয় তখন ফোন বডির ভেতর থেকে ক‍্যামেরা সেন্সর বাইরে বেরিয়ে আসে এবং ফোটো ক‍্যাপচার করে। কোম্পানি ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 20 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দিয়েছে এবং ফ্রন্টে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। এর অন‍্যান‍্য স্পেসিফিকেশন‌ও কোনো অংশে কম নয়। ফোনে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন কালার ওএস 5.1 এ কাজ করে যা অ্যান্ড্রয়েড 8.1 যুক্ত। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটযুক্ত এই ফোনে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।

7. স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9

স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 ফোনটির মাধ্যমে কোম্পানি 8 জিবি র‍্যামযুক্ত ফোনের সূচনা করেছে যার মধ্যে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গেও পাওয়া যায়। এই ফোনে এসপেন ফিচার আছে যা অন্য কোনো ফোনে নেই। এর সাহায্যে নোট বানানো যায় এবং এটি ব‍্যবহার করে ক‍্যামেরাও কন্ট্রোল করা যায় ও ইউটিউবে ভিডিও প্লে করা যায়। সব দিক থেকে ফোনটি অন‍্যতম। গ‍্যালাক্সি নোট 9 এ 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.4 ইঞ্চির সুপার এমোলেড কার্ভড স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের ক‍্যামেরাও অত্যন্ত হাই কোয়ালিটির। এতে এফ/1.5 এফ/2.4 ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা অ্যাপার্চারযুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here