অ্যান্ড্রয়েড অরিও সম্পর্কে 7টি অসাধারণ তথ্য যা আপনি জানেন না

গত বছর গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিও লঞ্চ করেছিল। এবং এই বছর অ্যান্ড্রয়েড পি লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত সঠিক নাম জানা যায়নি, তবে আশা করা যায় আগামী মাসের মধ্যে কোম্পানি এই নতুন অপারেটিং সিস্টেমের।ওপর থেকে পর্দা তুলে নেবে। এরপর অ্যান্ড্রয়েড পি নতুন হলেও আগামী এক বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমের ফোন দেখা যাবে। যেসব ফোন লঞ্চ হতে চলেছে তা সব অ্যান্ড্রয়েড 8.0 অরিওতে লঞ্চ হবে এবং ভবিষ্যতেও কিছু দিন হবে। হয়তো আপনি এখন যে ফোন ব‍্যবহার করছেন সেটিও অরিও ওএসযুক্ত। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি এই ওএস সম্পর্কে সবকিছু জানেন কি না তবে আপনার উত্তর হয়ত না হবে। অরিওতে এমন বেশ কিছু ফিচার আছে যা খুবই কার্যকর কিন্তু একটু লোকানো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে 8.0 অরিও সম্পর্কে এমনই 7টি ট্রিকস জেনে নেওয়া যাক।

1. স্নুজ বা ডিলিট নোটিফিকেশন :
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 তে নোটিফিকেশন স্নুজ বা ডিলিট করার অপশন আছে। সবচেয়ে বড় কথা এর জন্য খুব বেশি খাটতে হবে না, বরং
1. নোটিফিকেশন একটু ডান বা বামদিকে স্লাইড করুন
2 এরপর সেটিংস এবং একটি ঘড়ির লোগো দেখা যাবে।
3. ঘড়িতে ক্লিক করলে নোটিফিকেশন স্নুজ করার অপশন আসবে। আপনি পছন্দমত সময় সেট করতে পারবেন।
আপনি 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য নোটিফিকেশন স্নুজ করতে পারবেন। সেই সময় পরে নোটিফিকেশন আবার স্ক্রিনে দেখা যাবে।

2. ডিসেবল নোটিফিকেশন ডট : অ্যান্ড্রয়েড অরিওতে গুগল নোটিফিকেশন ডটের‌ও অপশন দিয়েছে। অর্থাৎ যদি কোনো অ্যাপের নোটিফিকেশন আসে তবে সেই অ্যাপে ডট দেখাবে। যদি হোম স্ক্রিন থেকে নোটিফিকেশন ক্লিয়ার করে দেওয়া হয় অথচ মেল বা ম‍্যাসেজ আনরীড থাকে তবে সেই অ্যাপের আইকনে নোটিফিকেশন ডট দেখাবে। যতক্ষণ না সেই আনরীড আইটেম পড়া হচ্ছে ততক্ষণ এই ডট থাকবে। চাইলে এই ফিচার ডিসেবল করা যাবে, এর জন্য :
1. প্রথমে হোম স্ক্রিনে যেতে হবে এবং খালি জায়গায় হোল্ড করে রাখতে হবে।
2. নীচে সেটিংস অপশন আসলে তাতে ক্লিক করতে হবে।
3. এরপর একটি নতুন উইন্ডো খুলে যাবে। এখানে নোটিফিকেশন ডট অপশন দেখা যাবে। এতে ক্লিক করুন।
4. ক্লিক করলে কয়েকটি অপশন দেখা যাবে। প্রথমে অন দ‍্য লক স্ক্রিন এবং এরপর নোটিফিকেশন ডট ডিসেবল অপশন দেখা যাবে।
অন দ‍্য লক স্ক্রিন অপশন থেকে হোম স্ক্রিন থেকে কোন নোটিফিকেশনের কন্টেন্ট দেখা যাবে কি না তা সিলেক্ট করা যাবে। যেমন নোটিফিকেশন একটু স্লাইড করলে মেলের ভেতরের কন্টেন্ট দেখা যাবে। চাইলে নো কন্টেন্ট সিলেক্ট করে সেটা বন্ধ করতে পারবেন।
এই অবশ্য কিছু কোম্পানি এই অপশন বন্ধ করে রেখেছে।

3. নিজের ইচ্ছামত নোটিফিকেশন সেট করুন :
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিওতে নোটিফিকেশন সেটিংসের জন্য কিছু বিশেষ অপশন আছে। আপনি চাইলে নিজের প্রয়োজন অনুসারে অ্যাপ নোটিফিকেশন সেট করতে পারবেন। অর্থাৎ প্রয়োজনীয় নোটিফিকেশন হোম স্ক্রিনে আসবে এবং বাকি বন্ধ থাকবে। যেমন মার্কেটিং, ক‍্যাব, টিভি কন্টেন্ট অ্যাপ অকারণে নোটিফিকেশন পাঠাতে থাকে। তাই অনেকে এসব বন্ধ করে রাখতেই পছন্দ করেন। এর জন্য
1. ফোনের সেটিংসে যান
2. নোটিফিকেশন অপশনে ট‍্যাপ করুন
3. এরপর সব অ‌্যাপের লিস্ট খুলে যাবে। সেখান থেকে যেসব অ্যাপের নোটিফিকেশন অপ্রয়োজনীয় সেগুলো বন্ধ করে দিন
4. এই অপশনে অ্যাপের প্রাওরিটিও সেট করা যাবে। প্রয়োজনীয় অ্যাপের প্রাওরিটি বাড়িয়ে দিন।
এই সব অ্যাপের নোটিফিকেশন সবচেয়ে ওপরে থাকবে।

4. নোটিফিকেশন বেজ :
অরিও ওএসের আর একটি বিশেষত্ব নোটিফিকেশন বেজ। এই ফিচারের সাহায্যে অ্যাপ না খুলেই অ্যাপের কন্টেন্ট দেখা যাবে। কোনো মেইল বা ম‍্যাসেজ এলে মেনুতে গিয়ে অ্যাপ খুলে তারপর মেইল পড়ার কোনো দরকার নেই। বরং অ্যাপ আইকনে কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে। এরপর অ্যাপের বেশ কিছু ডিটেইলস সামনে আসবে। নোটিফিকেশন বেজ অন করতে ;
1. ফোনের সেটিংসে যান।
2. নোটিফিকেশন অপশনে ক্লিক করুন এরপর নোটিফিকেশন বেজ অপশন দেখা যাবে।

বেশ কিছু কোম্পানি এই অপশন বন্ধ করে রাখে। তাই ব্র‍্যান্ডের ওপর নির্ভর করে এই অপশন আলাদা হতে পারে।

5. স্পেশ খালি :
র‍্যাম বেশি ব‍্যবহারের ফলে ফোন স্লো হয়ে যায় এবং হ‍্যাং করতে শুরু করে। কিন্তু অ্যান্ড্রয়েড ওএস অরিওতে স্পেশ খালি করারও অপশন আছে। আগে এর জন্য আলাদা অ্যাপ ইনস্টল করতে হত এখন কোম্পানি এই ফিচার ওএসের সঙ্গেই ইন্টিগ্ৰেট করে দিয়েছে। এর জন্য
1. ফোন সেটিংস থেকে মেমরি এবং স্টোরেজ অপশন ক্লিক করুন।
2. ওপরের দিকে ফ্রি অ্যাপ স্পেশ অপশন থাকবে, এতে ক্লিক করুন।
3. এরপর অকারণ র‍্যাম ব‍্যবহার করা অ্যাপের লিস্ট খুলে যাবে। অ্যাপ সিলেক্ট করার পর মোট কত মেমরি খালি হচ্ছে সেই ইনফরমেশন‌ও পাওয়া যাবে।
4. ফ্রি অ্যাপ করার পর অব‍্যবহৃত অ্যাপ ডিলিট হয়ে যাবে। এবং অকারণে ডাউনলোডেড ফাইলস‌ও ডিলিট হয়ে যাবে।

6. আইফোন স্টাইল :
নতুন এই ওএসে আইফোন স্টাইল বদলানোর অপশন আছে। আগে লঞ্চার ইনস্টল করতে হত, এখন ওএসেই এই ফিচার আছে। এর জন্য
1. ফোম স্ক্রিনে এসে খালি জায়গায় হোল্ড করে রাখতে হবে।
2. এখানে সেটিংস অপশন আসলে এতে ক্লিক করুন।
এখানে আইফোন প‍্যাক অপশনে ক্লিক করুন।

7. কুইক সেটিংস ডেভলপাব টাইলস :
নতুন অ্যান্ড্রয়েড ওএসে আইফোন স্টাইল একটু লোকানো আছে। এর জন্য ফোনের ডেভলপাব অপশন অন করতে হবে। এরপর কুইক সেটিংস ডেভলপার টাইলস অন করতে হবে।

নোট : এইসব ট্রিকস ওয়ানপ্লাস 5টি তে প্রয়োগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here