Jio – Airtel এর পর এবার Vi ইউজারদের জন্য বড় ধাক্কা! এইসব প্রিপেইড গ্রাহকদের হবে লোকসান

সম্প্রতি Reliance Jio এবং Airtel তাদের কিছু প্ল্যানের দাম পরিবর্তন করে সেগুলি আরও দামি করে দিয়েছে। এক‌ই সঙ্গে এই দুই কোম্পানি তাদের প্ল্যানের ভ্যালিডিটিও কমিয়েছে। এবার Vodafone Idea অর্থাৎ Vi কোম্পানিও এক‌ই রাস্তায় হাঁটতে শুরু করেছে। কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের বেনিফিটের ফের বদল ঘটিয়েছে, এর ফলে কোম্পানির লাভ হলেও লোকসানের মুখে পড়তে হবে ইউজারদের।

কোম্পানি তাদের 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানে পরিবর্তন ঘটিয়েছে। এতদিন এই প্ল্যানটি রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 2GB Data ও 300 ফ্রি এসএমএস পাওয়া যেত। এবার এই 189 টাকার প্ল্যানটি কম লাভজনক মনে হতে পারে, কারণ প্ল্যানটির বেনিফিট আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটির দামে কোনো পরিবর্তন করা না হলেও ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 28 দিন। এখন থেকে কোম্পানির এই 189 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে 26 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ প্ল্যানটির ভ্যালিডিটি 2 দিন কমানো হয়েছে।

ভ্যালিডিটি ছাড়াও Vodafone Idea এই প্ল্যানের ডেটা বেনিফিট কম করে দিয়েছে। আগে এই প্ল্যানটিতে 28 দিনে মোট 2GB ডেটা পাওয়া যেত এবং এখন পাওয়া যাবে মাত্র 1GB ইন্টারনেট ডেটা। অর্থাৎ ভ্যালিডিটি কমানোর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটির ডেটা বেনিফিট অর্ধেক করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি প্ল্যানের 1GB ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইউজারদের 50p/MB দরে দাম দিতে হবে।

এছাড়াও কোম্পানির এই 189 টাকা দামের 26 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানটিতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 SMS পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই 300 এস‌এম‌এস শেষ হয়ে গেলে ইউজারদের থেকে প্রত্যেক লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হবে।

ভোডাফোন আইডিয়ার এই 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য ভালো যারা অত্যন্ত কম ইন্টারনেট এবং বেশি পরিমাণে ভয়েস কল ব্যাবহার করেন। 200 টাকার চেয়ে কম দামের এই প্ল্যানটির সাহায্যে সস্তায় ফোন নাম্বার চালু রাখা যাবে। অপেক্ষাকৃত বয়স্ক মানুষদের অন্যান্য মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই প্ল্যানটি সুন্দর অপশন।

28 দিন ভ্যালিডিটি কমিয়ে 26 দিন করে দেওয়ার ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সামান্য দুই দিন কমেছে। আগে এই প্ল্যানটি বছরে 13 ভার রিচার্জ করাতে হত। তবে এখন থেকে কম ভ্যালিডিটির কারণে প্রতি বছর 14 বার এই প্ল্যান রিচার্জ করতে হবে। অর্থাৎ গ্ৰাহকদের অতিরিক্ত এক মাসের দাম দিতে হবে।

ভোডাফোন আইডিয়া ইউজাররা কোম্পানির 189 টাকা দামের প্ল্যানটির পরিবর্তে 199 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি সহ 2GB Data, Unlimited Calls এবং 300 SMS পাওয়া যায়। অর্থাৎ মাত্র 10 টাকা বেশি খরচ করে অতিরিক্ত 2 দিন ভ্যালিডিটি এবং 1GB ডেটা উপভোগ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here