গ্রাহকদের জন্য উপহার নিয়ে এল এই টেলিকম কোম্পানি, 49 টাকা দামের সস্তা প্ল্যানে পাওয়া যাবে 20GB ডেটা

ভারতের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Vodafone idea (Vi) দীর্ঘদিন ধরে Bharti Airtel এবং Reliance jio-কে টেক্কা দেওয়ার চেষ্টা করে চলেছে। ফলে কোম্পানি তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য 49 টাকার প্ল্যান নতুন বেনিফিটস সহ আবারও নিয়ে এসেছে। জানিয়ে রাখি এটি একটি ডেটা ভাউচার এবং একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকলে তবেই এই প্ল্যানটি কাজ করবে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করার জন্য আগের থেকেই একটি বেস প্ল্যান থাকা প্রয়োজন। এই 49 টাকার প্ল্যানটি Airtel এবং Jio তেও রয়েছে, এই সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

ভোডাফোন আইডিয়ার 49 টাকা দামের প্ল্যানের বেনিফিট

ভোডাফোন আইডিয়ার 49 টাকা দামের প্ল্যানে মাত্র এক দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। জানিয়ে রাখি এই প্ল্যানটি রিচার্জের দিন রাত 11:59 টার সময়ে এর ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়ার 49 টাকা দামে ইউজারদের 20GB ডেটা দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি আগে ভোডাফোন আইডিয়ার 49 টাকা দামের ডেটা প্ল্যানে মাত্র 6GB ডেটা দেওয়া হত।

এই 49 টাকার প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য যারা কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ডেটা ব্যবহার করে। এছাড়াও IPL চলাকালীন মিডিয়াম থেকে হাইকোয়ালিটিতে Cricket Match দেখা যাবে। ইউজারদের এক দিনের জন্য প্রচুর পরিমাণ ডেটার প্রয়োজন হলে তাদের জন্য এই প্ল্যানটি বেস্ট অপশন।

Airtel এবং Jio এর 49 টাকা দামের প্ল্যান

জানিয়ে রাখি ভোডাফোন আইডিয়া ছাড়াও Airtel এবং Jio এর কাছেও 49 টাকা দামের প্ল্যান রয়েছে। এই দুটি প্ল্যানেই শুধু মাত্র ডেটা দেওয়া হচ্ছে। তবে Airtel এর 49 টাকার প্ল্যানে এক দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, Jio এর 49 টাকার প্ল্যানে 25জিবি ডেটা দেওয়া হচ্ছে।এই ডেটার ভ্যালিডিটি মাত্র এক দিন। তবে এই ডেটা শেষ হয়ে গেলেও ইউজারদের 64Kbps স্পীডে ডেটা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here