11,500mAh ব্যাটারি, 16GB RAM এবং Dimensity 9300 প্রসেসর সহ চীনে লঞ্চ হল Vivo Pad3 Pro, জেনে নিন বিস্তারিত

গতকাল ভিভো চীনে একটি ইভেন্টের মধ্য দিয়ে তাদের দুটি ফোল্ডেবল স্মার্টফোন পেশ করেছে। এই দুটি ফোনের পাশাপাশি কোম্পানি Vivo Pad3 Pro ট্যাবলেটও লঞ্চ করেছে। লেটেস্ট স্মার্টফোনগুলির মতোই এই তাব্লেতেও যথেষ্ট শক্তিশালী স্পেসিফিকেশন এবং সুন্দর ডিজাইন রয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 12.95 ইঞ্চির ডিসপ্লে, 13MP রেয়ার ক্যামেরা, 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম ও ফিচার সম্পর্কে।

Vivo Pad3 Pro ট্যাবের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Pad3 Pro ট্যাবে 12.95 ইঞ্চির 3.1K এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3096×2064 পিক্সেল রেজোলিউশন, 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ডিভাইসে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য রয়েছে Immortalis-G720 GPU।

স্টোরেজ: এই ট্যাবটি চারটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে, যার মধ্যে টপ মডেলে 16GB LPDDR5X RAM + 512GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo Pad3 Pro এর ব্যাক প্যানেলে 13MP ক্যামেরা লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo Pad3 Pro ট্যাবে পাওয়ার ব্যাকআপের জন্য 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 11500mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এতে 8-স্পিকার, ওয়াইফাই 7 802.11 (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এনএফসির মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।

ওএস: Vivo Pad3 Pro ট্যাবটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4 সহ পেশ করা হয়েছে।

Vivo Pad3 Pro ট্যাবের দাম

  • চীনে নতুন Vivo Pad3 Pro ট্যাব চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ডিভাইসের 8GB RAM + 128GB স্টোরেজ মডেল RMB 2,999 অর্থাৎ প্রায় 34,610 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ট্যাবের 8GB RAM + 256GB মেমরি মডেলের দাম রাখা হয়েছে RMB 3,299 অর্থাৎ প্রায় 38,100 টাকা।
  • Vivo Pad3 Pro ট্যাবের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল RMB 3,599 অর্থাৎ প্রায় 42,200 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 16GB RAM + 512GB স্টোরেজ সহ এই ট্যাবের টপ মডেল RMB 3,999 অর্থাৎ প্রায় 46,150 টাকা দামে সেল করা হবে।
  • কোম্পানি এই ট্যাবলেটটি স্প্রিং ব্লু, গ্রে এবং পার্পল কালারে পেশ করেছে।
  • এই ট্যাবের জন্য পেনসিল 2 এবং স্মার্ট টাচ কীবোর্ড 2 পাওয়া যাবে যথাক্রমে RMB 499 অর্থাৎ প্রায় 5,800 টাকা এবং RMB 599 অর্থাৎ প্রায় 7100 টাকার বিনিময়ে। আগামী 3 এপ্রিল থেকে এই ট্যাব সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here