Dimensity 8050 প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo S17t স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • Vivo S17 সিরিজের অধীনে লঞ্চ হতে পারে Vivo S17t স্মার্টফোন।
  • এই ডিভাইসটি TENAA তে তালিকাভুক্ত হয়েছে।
  • এই ফোনের ফিচারগুলি Vivo S17 মডেলের অনুরূপ হবে।

Vivo বর্তমানে তাদের Vivo S17 সিরিজটি নিয়ে চর্চায় রয়েছে। কোম্পানি এই সিরিজের অধীনে Vivo S17 এবং VivoS17 Pro স্মার্টফোন দুটি 31 মে চীনের মার্কেটে পেশ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে Vivo S17t ফোনটিও লঞ্চ হতে পারে। এর পাশাপাশি Vivo S17t ফোনটি TENAA তে তালিকাভুক্ত হয়েছে। শুধু তাই নয়, লেটেস্ট লিকে এই স্মার্টফোনের প্রসেসরের কথাও জানা গেছে। এই পোস্টে আপনাদের Vivo S17t স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল ASUS Zenfone 10 ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Vivo S17t ফোনে Dimensity 8050 প্রসেসর থাকবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Vivo-এর Vivo S17t ডিভাইসের স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। এই ডিভাইসটিতে Dimensity 8050 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাইস বাবার রিপোর্টেও এই প্রসেসরটির উল্লেখ করা হয়েছে। এছাড়াও রিপোর্টে আরও বলা হয়েছে যে এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন Vivo S17 সিরিজের Vivo S17 মডেলের অনুরূপ হবে।

Vivo S17t ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo-এর Vivo S17t স্মার্টফোনে একটি 6.74-ইঞ্চি 1.5K+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। যেখানে 120Hz রিফ্রেশরেট পাওয়া যাবে।
  • প্রসেসর: লেটেস্ট লিক রিপোর্ট অনুযায়ী Vivo S17t ফোনে Dimensity 8050 প্রসেসর থাকবে জানানো হয়েছে।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে এই ডিভাইসটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512 GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যা OIS সাপোর্টসহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX766V প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 8-মেগাপিক্সেল IMX355 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স সাপোর্ট করবে।
  • ব্যাটারি: এই ফোনে 4600mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
  • সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচারও থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here