কনফর্ম হল Vivo S19 এবং S19 Pro ফোনের লঞ্চ ডেট, এই দিন চীনে লঞ্চ হবে

Vivo-এর S19 সিরিজ বাজারে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। এই সিরিজের অধীনে Vivo S19 এবং S19 Pro স্মার্টফোন হোম মার্কেট চীনে পেশ করা হবে। জানিয়ে রাখি বেশ কিছু দিন ধরেই ক্রমাগত এই ফোনের ডিজাইন লিক এবং সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চ ডেট, সময় এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo S19 এবং Vivo S19 Pro এর লঞ্চ ডেট

  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। আগামী 30 মে Vivo S19 এবং Vivo S19 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনটি আগামী 30 মে চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7:00 টায় লঞ্চ করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজারের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন এবং লুক দেখানো হয়েছে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে সফট রিং লাইট ফিচার এবং লাইট OIS প্রোট্রেট ফিচার দেওয়া হয়েছে।
  • ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী এই সিরিজের Vivo S19 ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হবে। ছাড়াও এই ফোন দুটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।

Vivo S19 এবং S19 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: vivo S19 এবং S19 Pro স্মার্টফোনে 2800×1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয়, HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে।
  • প্রসেসর: Vivo S19 Pro স্মার্টফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Dimensity 9200+ অক্টাকোর প্রসেসর সহ 3.35GHz ক্লক স্পীড দেওয়া হতে পারে। এর সঙ্গে ইমমোটলিস-G715 GPU দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। Vivo S19 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 4nm চিপসেট এবং অ্যাড্রিনো 720 GPU যোগ করা হতে পারে।
  • Vivo S19 Pro এর ক্যামেরা: Vivo S19 Pro স্মার্টফোনে 1/1.56 Sony IMX921 সেন্সর, OIS, অরা লাইট LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP Sony IMX816 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 50MP টেলিফটো প্রোট্রেট ক্যামেরা 50x পর্যন্ত ডিজিটাল জুম সহ পেশ করা হতে পারে।
  • Vivo S19 এর ক্যামেরা: Vivo S19 স্মার্টফোনে 1/1.56 স্যামসাঙ GNJ সেন্সর, OIS, অরা লাইট LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে।
  • ফ্রন্ট ক্যামেরা: vivo S19 এবং S19 Pro স্মার্টফোনে 50MP অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে শোনা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য vivo S19 স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে vivo S19 Pro স্মার্টফোনে 5500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টীরিয়ো স্পিকার, হাই-রেঞ্জ অডিও, 5জি 4জি বিওএলটিই, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.4 এর মতো ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here