প্রকাশ্যে এল Vivo S50 এবং S50 Pro Mini স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত Vivo S50 সিরিজের লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার সম্প্রতি লিক হওয়া রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করা হয়েছে। এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনটি এই মাসে লঞ্চ করা হবে না বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S50 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) জানিয়েছিল এই মাসে Vivo তাদের নতুন S50 সিরিজ লঞ্চ করতে পারে। এবার নতুন রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে চীনের বাজারে Vivo S50 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini মডেলগুলি পেশ করা হবে।

কোম্পানি এই মাসের শেষের দিক দিয়ে পকামিং ফোনের টিজার ক্যাপেন শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এবার কোম্পানি তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটর পরিধি বিস্তার করতে চলেছে।

লিক অনুযায়ী Vivo S50 ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ক্যামেরা সেটআপে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

Vivo S50 Pro Mini ফোনটি সিরিজের একটি কম্প্যাক্ট মডেল হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 6.31 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে 6,040mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। আপকামিং ফোনটি ফ্ল্যাগশিপ গ্রেড পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। Vivo S50 ও S50 Pro Mini ফোনদুটি Android 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Vivo S50 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্ট আলাদা নামে লঞ্চ করা হতে পারে। এই সিরিজটি Vivo V70 সিরিজ হিসাবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Vivo S50 সিরিজ আপকামিং Oppo Reno 15 সিরিজ, OnePlus Ace 6T এবং Realme Neo 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সিরিজ লঞ্চের পরই সঠিক প্রতিযোগিতা বোঝা যাবে। যারা প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে।

যারা ডিসেম্বর মাসে নতুন প্রিমিয়াম মিড রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo S50 সিরিজের অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here