ভারতে লঞ্চ হবে Vivo T3 5G, দেখে নিন টিজার ভিডিও

ভিভো তাদের টি সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। ব্র্যান্ড এই সিরিজে তাদের নতুন ফোন Vivo T3 5G লঞ্চ করবে। টিজারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্লাটফমে ফোনটি লঞ্চের কথা জানানো হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনর কিছু স্পেসিফিকেশন এবং অন্যান্য লিকক প্রকাশ্যে এসেছে। ফোনটির সম্ভাব্য ফিচার এবং ভিডিও সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G এর টিজার

  • ভিভো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে Vivo T3 5G ফোনের নতুন ভিডিও শেয়ার করেছে এবং লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে।
  • নিচে পোস্টে দেখা যাচ্ছে কোম্পানি লাইট, ক্যামেরা ও টার্বো শব্দগুলি ব্যাবহার করেছে। অর্থাৎ ফোনটিতে অসাধারণ 5G স্পীড এবং ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন দেওয়া হবে।
  • কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে Vivo T3 5G ফোনটি এক্সক্লুসিভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
  • স্টোরেজ: নতুন লিক থেকে জানা গেছে নতুন ভিভো ফোনটিতে 8জিবি RAM + 256জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এর সাথেই 8জিবি এক্সটেন্ডেড RAM দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভিভো টি3 ফোনটিতে ডুয়াল রিয়ায় ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে ওআইএস সহ 50 মেগাপিক্সেল আইএমএক্স 882 প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হতে পারে। সেলফি তোলার জন্য ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: Vivo T3 ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে তাড়াতাড়ি চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
  • অন্যান্য: ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং, কানেক্টিভিটি ফিচার হিসেবে 10 5G ব্যান্ড, মাইক্রো এসডি কার্ড স্লট, ডুয়াল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় িচার দেওয়া হতে পারে।
  • ওএস: Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here