গত মাসে ভিভো তাদের শক্তিশালী T3 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আজ 3 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল আউটলেটে সেল শুরু হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসেবে ইউজারদের ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এর মতো বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T3 Pro 5G ফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম, স্পেসিফিকেশন এবং অফার ডিটেইলস সম্পর্কে।
Vivo T3 Pro 5G এর দাম এবং অফার
- Vivo T3 Pro 5G ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছে। টপ মডেল 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
- এই ফোনটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।
- আজ 3 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে ফোনটির সেল শুরু হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে Vivo T3 Pro 5G ফোনটির লঞ্চ হিসেবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফ্ল্যাট 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
- ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ইউজারদের 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
- ব্যাঙ্ক অফার সহ 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 3 থেকে 6 মাসের নো কোস্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে।
- Vivo T3 Pro 5G ফোনটি দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে স্যান্ডস্টোন অরেঞ্জ এবং এমারেল্ড গ্রীন এর মতো কালার অপশন রয়েছে।
বেস মডেলের লঞ্চ প্রাইস: 24,999 টাকা
ব্যাঙ্ক অফারে দাম: 21,999 টাকা
টপ মডেলের লঞ্চ প্রাইস: 26,999 টাকা
ব্যাঙ্ক অফারে দাম: 23,999 টাকা
Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.77-ইঞ্চির এমোলেড ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন 7 জেন 3
- 8GB RAM +256GB স্টোরেজ
- 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
- 16MP ফ্রন্ট ক্যামেরা
- 5,500এমএএইচ ব্যাটারি
- 80W ফাস্ট চার্জিং
- আইপি64 রেটিং
ডিসপ্লে: Vivo T3 Pro 5G স্মার্টফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.77 ইঞ্চির 3ডি কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট এবং 4500নিটস পিক ব্রাইটনেস এবং 387 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo T3 Pro 5G স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি AuTuTu স্কোর 812119 পেয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে অ্যাড্রিনো 720 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: দুর্দান্ত স্পীড এবং ডেটা সেভ করার জন্য ফোনটিতে 8GB LPDDR 4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ 16GB পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং অন্য লেন্স 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাহায্যে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
ওএস: Vivo T3 Pro স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ কাজ করে। একইসঙ্গে এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি64 রেটিং সহ ডুয়েল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়েট টাচ ফিচার দেওয়া হয়েছে। এছাড়া লিকুইড কুলিং সিস্টেম, আলট্রা গেম মোড, 4D গেম ভাইব্রেশন, ওফাই-ফাই, ডুয়েল 5জি, ব্লুটুথ এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।