Vivo তাদের T3 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন T3 Ultra 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি জলে পড়ে গেলেও কোনো খতি হবে না। এই ফোনে 3D কার্ভ 1.5K AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ প্রসেসর, Virtual RAM সহ 24GB পর্যন্ত RAM, OIS ফিচার সহ 50MP ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T3 Ultra 5G ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo T3 Ultra 5G ফোনের দাম এবং সেল
- ভারতের বাজারে Vivo T3 Ultra 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে।
- একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ সহ মিড মডেল 33,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেল 35,999 টাকা দামে পেশ করা হয়েছে।
- লঞ্চ অফার হিসাবে HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
- এছাড়া 3,000 টাকা ফ্ল্যাট এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। তবে গ্রাহকরা ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাসের মধ্যে যে কোনো একটি সুবিধা পাবেন।
- শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইলস আউটলেটের মধ্যমে আগামী 19 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা থেকে এই ফোনের সেল শুরু হবে।
- Vivo T3 Ultra 5G ফোনটি ফ্রস্ট গ্রিন এবং লুনার গ্রে কালার অপশনে পেশ করা হয়েছে।
Vivo T3 Ultra 5G ফোনের ডিজাইন
Vivo T3 Ultra 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 3D কার্ভ প্যানেল যোগ করা হয়েছে, ফলে এতে সুন্দর লুক এবং ফিল পাওয়া যায়। ফোনটির ব্যাক প্যানেলে বড় ওভাল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই মডিউলে অরা লাইট এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম রকার বাটন অবস্থিত। এছাড়া ব্যাক প্যানেলে নীচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে।
Vivo T3 Ultra 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo T3 Ultra 5G ফোনে 6.78 ইঞ্চির 3D কার্ভ 1.5k AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 4500 নিট ব্রাইটনেস, 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, P3 সিনেমা গ্রেড কালার গামুট, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ সাপোর্ট কড়ে।
প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 9200+ SoC যোগ করা হয়েছে। এতে 17 বিলিয়নের চেয়েও বেশি ট্রানজিস্টার এবং অ্যাডভান্স APU ফিউশন টেকনোলজি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 1445926 AnTuTu স্কোর পেয়েছে, তবে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটির স্কোর 16,09,257।
স্টোরেজ: Vivo T3 Ultra 5G ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত Virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: Vivo T3 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য স্মার্ট অরা লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS সহ এবং f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX 921 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, অটো ফোকাস এবং ফেসিয়াল কালারিং ফিচার সহ 50MP গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: Vivo T3 Ultra 5G ফোনে জল অ ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। যার ফলে এই ফোনটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে।