শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo T4 Ultra এবং Vivo T4 Lite স্মার্টফোন, দেখা গেল ব্লুটুথ এসআইজি সাইটে

গত বছর T সিরিজের অধীনে Vivo T3 Ultra ফোনটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নেক্সট জেনারেশন Vivo T4 Ultra ফোনের কাজ করছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Bluetooth SIG সার্টিফিকেশন পেয়েছে। একইসঙ্গে আরও একটি নতুন Vivo T4 Lite ফোনটিও সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Ultra এবং T4 Lite স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo T4 Ultra এবং T4 Lite এর ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • ব্লুটুথ SIG প্ল্যাটফর্মে (via) একটি নতুন Vivo ফোন V2504 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং Vivo T4 Ultra নাম কনফার্ম হয়েছে।
  • আরও একটি Vivo ফোন V2509 মডেল নাম্বার সহ Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই ফোনটির Vivo T4 Lite নাম কনফার্ম হয়েছে। এই ফোনটি Vivo T3 Lite ফোনের সাক্সেসার হবে।
  • Vivo T4 Lite ফোনটি জুলাই মাসের ভারতে লঞ্চ হওয়া iQOO Z9 Lite 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে জানা গেছে। তবে এটি শুধুই ধারনা করা হচ্ছে।

মার্কেটিং নাম ছাড়া এখনও পর্যন্ত Bluetooth SIG লিস্টিঙের মাধ্যমে এর চেয়ে বেশি কোনো তথ্য জানা যায়নি। তবে মার্চ মাসে Geekbench সাইটে Vivo V2504 মডেল নাম্বার দেখা গিয়েছিল। এটি Vivo V50 Pro ফোন হতে পারে। যা আসলে Vivo T4 Ultra স্মার্টফোন হবে।

Geekbench লিস্টিং অনুযায়ী ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,178 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 4,089 স্কোর পেয়েছে। মাদারবোর্ড সেকশনে ‘k6989v1_64’ লেখা রয়েছে, এর ফলে এটি MediaTek Dimensity 9300 Plus চিপসেট হতে পারে। সোর্স সেকশনে Mali-G720 Immortalis MC12 GPU তথ্য দেওয়া হয়েছে। এই ফোনটি 8GB RAM এবং Android 15 OS সহ লঞ্চ করা হতে পারে।

যেমন ভারতে Vivo T3 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল, একইভাবে এই ফোনের সাক্সেসার Vivo T4 Ultra ফোনটিও ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Vivo T3 Ultra ফোনটি ভারতে 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে এই ফোনটিতে বিভিন্ন সময়ে অফার জারি করা হয়েছে। বর্তমানে ফোনটি 27,999 টাকা দামে সেল করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here