গত 31 জুলাই Vivo ভারতের বাজারে 6.77-ইঞ্চির AMOLED স্ক্রিন ও IP68 রেটিঙের মতো প্রিমিয়াম ফিচার সহ তাদের নতুন Vivo T4R 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। গতকাল থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। ইউজাররা এখন ফোনটি কেনার সময় ডিসকাউন্ট, অফার এবং নো কস্ট EMI এর মতো আকর্ষণীয় ডিল পাবেন। যারা কম দামে একটি সুন্দর ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুযোগ। নিচে Vivo T4R 5G ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo T4R 5G ফোনের অফার, দাম এবং সেল
গতকাল দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে Vivo T4R 5G ফোনটির সেল শুরু হয়েছে। এই সেলে গ্রাহকরা HDFC ও AXIS ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 2,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেব। এছাড়াও ফোনটিতে নো কস্ট MI, Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক এবং BHIM অ্যাপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে 30 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম নিচে জানানো হল:
- 8GB RAM + 128GB স্টোরেজ: 19,499 টাকা
- 8GB RAM + 256GB স্টোরেজ: 21,499 টাকা
- 12GB RAM + 256GB স্টোরেজ: 23,499 টাকা
Vivo T4R 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Vivo T4R 5G ফোনে 6.77 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2392×1080 পিক্সেল রেজোলিউশন, P3 ওয়াইড কালার গামুট, HDR10+, 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 1800nits পীক ব্রাইটনেস, 1300nits HBM ব্রাইটনেস এবং 800nits সাধারণ ব্রাইটনেস পাওয়া যায়। এছাড়াও এই স্ক্রিনে চোখের সুরক্ষার জন্য SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
প্রসেসর
প্রসেসিঙের জন্য Vivo T4R 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 প্রসেসর রয়েছে। এই প্রসেসরে 2.6GHz ক্লক স্পীড এবং অক্টাকোর CPU আর্কিটেকচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর AnTuTu স্কোর প্রায় 7.5 লক্ষ, ফলে এতে দারুণ গেমিং ও মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
স্টোরেজ
Vivo T4R 5G ফোনটি 8GB+128GB, 8GB +256GB এবং 12GB+256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও Virtual RAM ব্যাবহার করে ফোনটিতে 16GB এবং 24GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo T4R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony OIS প্রাইমারি সেন্সর এবং 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
ব্যাটারি
Vivo T4R 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
অন্যান্য ফিচার
Vivo T4R 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি হাই প্রেশার ওয়াটার জেট সহ্য করতে সক্ষম। এই ফোনের AI ফিচারের সাহায্যে ইউজাররা বিভিন্ন কাজ সহজেই করতে পারবেন।
অপারেটিং সিস্টেম
Vivo T4R 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে দুই বছর ওএস আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Vivo T4R 5G ফোনের প্রতিদ্বন্দ্বী
- iQOO Z10R 5G: 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7400 প্রসেসর, 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5700mAh ব্যাটারি
- Samsung Galaxy M36: 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, 6GB/8GB RAM, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
- OPPO K13: 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 6 Gen 4 প্রসেসর, 8GB RAM, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 7000mAh ব্যাটারি











