Vivo ভারতের বাজারে তাদের ‘টি’ সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo T4R স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। কিছু দিন আগে আমরা এই ফোনটির এক্সক্লুসিভ তথ্য শেয়ার করেছিলাম এবং এবার এই ডিটেইলস সঠিক প্রমাণিত হতে চলেছে। জানিয়ে রাখি এই সিরিজে ইতিমধ্যে Vivo T4, Vivo T4x, Vivo T4 Lite এবং Vivo T4 Ultra ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এবার শপিং সাইট ফ্লিপকার্টে কোম্পানি তাদের আপকামিং ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে। নিচে Vivo T4R 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
ভারতে লঞ্চ হবে Vivo T4R 5G
- নিচে দেওয়া টিজার ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে আপকামিং Vivo T4R 5G ফোনটি ‘কামিং সুন’ সহ দেখানো হয়েছে।
- সাইট আরও বলা হয়েছে এই ফোনটি ভারতের সবচেয়ে স্লিম কার্ভড ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানি জানিয়েছে ফোনটির থিকনেস মাত্র 7.39mm হবে।
- এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে এই মাসে বা আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- এই আপকামিং ফোনটি iQOO Z10R ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে কানাঘুষো চলছে। ভারতে এই ফোনটি আগামী 24 জুলাই পেশ করা হবে।
Vivo T4R 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রসেসর
আমরা ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে Vivo T4R 5G ফোনের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। এই ফোনে 714K+ AnTuTu স্কোর পাওয়া MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে। ইতিমধ্যে realme Narzo 80 Pro এবং Motorola Edge 60 Fusion ফোনগুলিতেও এই প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
স্টোরেজ
আপকামিং Vivo T4R 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
ক্যামেরা
Vivo T4R ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
অন্যান্য ফিচার
ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, আপকামিং Vivo T4R 5G ফোনটিতে IP68 + IP69 রেটিং থাকতে পারে। এর ফলে ফোনটি জল ও ধুলো থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। লিক থেকে জানা গেছে এই আপকামিং ফোনটি গ্রীন কালার অপশনে পেশ করা হতে পারে।
Vivo T4R ফোনের সম্ভাব্য দাম
আপকামিং Vivo T4R ফোনটি কোম্পানির আগে লঞ্চ করা Vivo T4x এবং Vivo T4 ফোনের মাঝামাঝি দামে পেশ করা হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই ফোনটির দাম 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।










