ভারতে লঞ্চ হল Vivo V20 Pro 5G, কম দামের পাশাপাশি এতে আছে দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন

দীর্ঘ প্রতিক্ষার পর আজ ভিভো ভারতে তাদের 5জি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের ‘ভিভো ভি20’ সিরিজে Vivo V20 Pro 5G নামে লঞ্চ করা হয়েছে। Vivo V20 এবং Vivo V20 SE এর পর Vivo V20 Pro 5G এই সিরিজের তৃতীয় স্মার্টফোনে পরিণত হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo V20 Pro 5G দেশের বর্তমান সবচেয়ে সস্তা 5জি ফোনগুলির মধ্যে একটি।

আরও পড়ুন: 6GB RAM ও অ্যাডভান্স ফিচারের সঙ্গে Micromax আনছে নতুন স্মার্টফোন, আবার কি চাপের মুখে Xiaomi?

স্টাইলিশ ডিসপ্লে

Vivo V20 Pro 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির লার্জ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটির ডিসপ্লে 408 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 3000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। জানিয়ে রাখি এই সুন্দর স্মার্টফোনটি মাত্র 7.39 এম‌এম পাতলা এবং এর ওজন 170 গ্ৰাম। ভারতে ফোনটি Midnight Jazz ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

শক্তিশালী প্রসেসিং

Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট ডুয়েল মোড 5জি (SA/NSA) সাপোর্ট করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে 48MP ক‍্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম

ক‍্যামেরার কামাল

Vivo V20 Pro 5G এর অন‍্যতম বড় ফিচার এর ক‍্যামেরা সেগমেন্ট। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ও ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  

Vivo V20 Pro 5G এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এখ‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স আছে। এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ‌ অটো আই ফোকাস টেকনিকে কাজ করে এবং ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ 2.5 সেন্টিমিটার পর্যন্ত ম‍্যাক্রো শুটিং করতে সক্ষম।

আরও পড়ুন: Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট

শক্তিশালী ব‍্যাটারী

আন্তর্জাতিক মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই ফোনে এক‌ই ক্ষমতার ব‍্যাটারী যোগ করা হবে। কোম্পানি তাদের Vivo V20 Pro 5G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করেছে।

ভেরিয়েন্ট ও দাম

ভারতে ভিভো ভি20 প্রো ফোনটি 8 জিবি র‍্যামযুক্ত একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Vivo V20 Pro 5G 29,990 টাকা দামে পেশ করা হয়েছে যা অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here