ভিভো গ্লোবাল মার্কেটে তাদের V30 সিরিজের অধীনে নতুন Vivo V30 SE 5G স্মার্টফোন পেশ করেছে। দক্ষিণ আমেরিকার পেরুতে এই ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট, 16GB RAM (8GB+8GB) এবং 16 5G Bands সহ লঞ্চ করা হয়েছে। নতুন Vivo V30 SE 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo V30 SE 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)
ডিসপ্লে: Vivo V30 SE 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ই4 এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: সাউথ আমেরিকায় এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 8GB extended RAM ফিচার রয়েছে, যার মাধ্যমে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। V30 SE 5G ফোনে 256জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V30 SE 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে নাইট, পোর্ট্রেট ও লাইভ ফটো মোডের পাশাপাশি ডুয়েল ভিউ ফিচার দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 SE 5G ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে IP54 rating, in-screen fingerprint sensor, 16 5G Bands, OTG, 5GHz Wifi এবং Bluetooth 5.0 ফিচার রয়েছে।
Vivo V30 SE 5G ফোনের দাম (গ্লোবাল)
জানিয়ে রাখি দক্ষিণ আমেরিকায় এই ফোনটি টেলিকম কোম্পানির সঙ্গে বান্ডিল অফার হিসাবে এক সঙ্গে সেল করা হবে। ফলে একই সঙ্গে ফোনের দাম ও টেলিকম সার্ভিসের দাম দিতে হবে। বিভিন্ন প্ল্যানের সঙ্গে ইউজারদের ফোনটি কেনার সময় আলাদা আলাদা দাম মেটাতে হবে। এই ফোনটি Crystal Black এবং Purple Leather কালারে সেল করা হবে।









