প্রকাশ্যে এল Vivo V30 সিরিজের টিজার, শীঘ্রই লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে

খুব তাড়াতাড়ি Vivo V30 সিরিজ লঞ্চ হবে। কোম্পানি তাদের গ্লোবাল সাইটে এই আপকামিং সিরিজের টিজার শেয়ার করে কনফার্ম করে দিয়েছে এই সিরিজে কমপক্ষে দুটি ফোন লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে সিরিজে প্রথম Vivo V30 এবং Vivo V30 Pro পেশ করা হবে। আন্তর্জাতিক বাজারে লঞ্চের প্র এই সিরিজ ভারত সহ অন্যান্য মার্কেটেও সেল করা হবে। নিচে অফিসিয়াল সাইটের মাধ্যেম শেয়ার করা ডিটেইলস এবং ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Vivo V30 সিরিজের টিজার

  • ফিলিপিন্সের ওয়েবসাইটে Vivo V30 সিরিজের মাইক্রোসাইট দেখা গেছে। এখানে আপকামিং ফোনের প্রথম লুক দেখা গেছে।
  • নিচের ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে কার্ভ ডিসপ্লের সঙ্গে স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট থাকবে।
  • ফোনের ব্যাক প্যানেলে চারকোণা ক্যামেরা মডিউল থাকতে পারে।
  • টিজার পোস্টার থেকে এর থেকে বেশি কিছু জানা যায়নি।
  • এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo V30 সিরিজে Vivo V30 এবং Vivo V30 Pro 5জি ফোন লঞ্চ করা হবে।
  • বর্তমানে কোম্পানির পক্স থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Vivo V30 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V30 ফোনে 6.78 ইঞ্চির কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে বলে জানা গেছে।
  • প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Vivo V30 ফোনে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে Aura এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্সের সঙ্গে আরেকটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ওএস: Vivo V30 সিরিজের ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ OS 14 এর সঙ্গে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here