GCF সার্টিফিকেশন পেল Vivo V40 স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Vivo তাদের V-সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। কোম্পানি তাদের V-সিরিজে নতুন V40 লঞ্চের জন্য প্রায় প্রস্তত। এর আগে এই সিরিজে V40, V40 Pro এবং V40e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার MySmartPrice এর একটি রিপোর্টে বলা হয়েছে GCF সার্টিফিকেশন সাইটে V40 ফোনটি V2348 মডেল নাম্বার সহ দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন সার্টিফিকেশন সম্পর্কে।

Vivo V40 ফোনের GCF সার্টিফিকেশন ডিটেইলস

দুর্ভাগ্যবশত GCF সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে আপকামিং Vivo V40 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই লিস্টিং প্রকাশ্যে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি একই মডেল নাম্বার সহ IMEI ডেটাবেসেও দেখা গেছে।

জানিয়ে রাখি সম্প্রতি আমরা ইউকে কেরিয়ার ইই ওয়েবসাইটে এই সিরিজের প্রো ভেরিয়েন্টটি দেখা গেছে। এখানে ফোনটিতে শুধুমাত্র এনএফসি ফিচার দেওয়া বলে বলে জানানো হয়েছে, এছাড়া এখান থেকে এই আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি।

কেমন হবে Vivo V40 স্মার্টফোন?

কিছু দিন আগে আমরা জানিয়েছিলাম আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে Vivo V40 ফোনটি লঞ্চ করা হবে। মনে করিয়ে দিই এই বছর শুরুর দিকে Vivo V30 সিরিজ শুর করা হয়েছিল। আবার সম্প্রতি ইউকে কেরিয়ার ইই সাইটে Vivo V40 Pro ফোনটি দেখা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে, একটিতে এনএফসি থাকবে এবং অপরটিতে থাকবে না। তবে এখনও পর্যন্ত লিস্টিং থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

Vivo V40 Pro, V40 এবং V40e স্মার্টফোন ছাড়া এই সিরিজের Vivo V40 Lite ফোনেও কাজ চলছে। এই বিশেষ মডেলটি ব্লুটুথ এসআইজি এবং গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (জিসিএফ) সাইটে দেখা গেছে। তাই আগেই জানা গিয়েছে এই ফোনের মডেল নাম্বার V2341 হবে এবং এতে ব্লুটুথ 5.1 কানেক্টিভিটি পাওয়া যাবে। এই ফোনটি নিয়ে ভিভো ইঞ্জিনিয়াররা অ্যাডভান্স লেভেলে কাজ করছে এবং এতে সুন্দর ক্যামেরার পাশাপাশি দারুণ প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here