ভারতে লঞ্চ হতে চলেছে প্রিমিয়াম লুক সহ Vivo V40e স্মার্টফোন, লাইভ হল মাইক্রোসাইট

এতোদিন অপেক্ষার পর অবশেষে ভিভো তাদের vivo V40e স্মার্টফোন লঞ্চ ঘোষণা করেছে। এই প্রিমিয়াম লুক সহ ফোনটি আগে লঞ্চ হওয়া ভিভো ভি40 সিরিজের অধীনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ মাইক্রোসাইট শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া আপকামিং ফোনটির ফিচার এবং ডিজাইন সম্পর্কে।

vivo V40e এর ডিজাইন

  • কোম্পানির মাইক্রোসাইট অনুযায়ী vivo V40e ফোনটি রয়াল ব্রোঞ্জ এবং মিন্ট গ্রিন কালারে পেশ করা হবে।
  • vivo V40e ফোনটির ব্যাক প্যানেলে ওভাল সেপ ক্যামেরা মডিউল এবং এর পাশে এলইডি ফ্ল্যাশ সহ দেখা গেছে। ক্যামেরা মডিউলের LED অরা লাইট রয়েছে।
  • স্মার্টফোনটি ফ্রন্ট প্যানেলে 3D কার্ভ ডিজাইন সহ লঞ্চ করা হবে। কোম্পানির অনুযায়ী ফোনটির থিকনেস মাত্র 0.749 Cm এবং ওজন 183 গ্রাম হবে।
  • সবমিলিয়ে vivo V40e ফোনটি অনেকটাই প্রিমিয়াম লুক সহ দেখা গেছে।

vivo V40e এর স্পেসিফিকেশন (কনফার্ম)

ডিসপ্লে

মাইক্রোসাইট অনুযায়ী vivo V40e স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির বড়ো 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন ট্রু কালার, 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন, 93.3 শতাংশ স্ক্রিন টু বডি রেশিয়, 8,000,000:1 কন্ট্রাস্ট রেশিয়, P3 কালার গামুট, এইচডিআর 10 প্লাস সাপোর্ট এবং এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ পেশ করা হবে।

ক্যামেরা

কোম্পানির মাইক্রোসাইট অনুযায়ী vivo V40e ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সেটআপে OIS + EIS, AI পোর্ট্রেট সুট, AI ইরেজার এবং AI ফটো Enhancer এর এবং আল্ট্রা-স্টেবল 4K ভিডিও সহ কাজ করবে। এতে 50 মেগাপিক্সেল সনি প্রফেশনাল নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে কনফার্ম জানা গেছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল আই AF গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হবে। ফোনে উপস্থিত অরা লাইটের সাহায্যে রাতে ছবি তোলার ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

ব্যাটারি

কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 98 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দেবে।

vivo V40e এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40e ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ওএস: Vivo V40e ফোনটি Android 14 এবং ফানটাচ ওএস 14 সহ কাজ করতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত vivo V40e ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু এই মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here