ভিভো এর Vivo V40 সিরিজ ভারতীয় বাজারে সেল করা হচ্ছে। এই সিরিজের অধীনে ভি40 এবং ভি40 প্রো এই দুটি মডেল লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে আরও একটি মডেল Vivo V40e নামে লঞ্চ করা হবে আশা করা হচ্ছে। এই ফোনটি আগেই বুড় অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার লিকের মাধ্যমে ফোনটির ছবি, লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Vivo V40e স্মার্টফোনটির প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।
Vivo V40e এর লঞ্চ টাইমলাইন (লিক)
- মাই স্মার্ট প্রাইস ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে আপকামিং Vivo V40e স্মার্টফোনটির সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
- লিক অনুযায়ী Vivo V40e 5G ফোনটি এই মাসের শেষের দিকে ভারতে লঞ্চ করা হতে পারে।
- জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই তথ্য শেয়ার করা হতে পারে বলে অন্যে করা হচ্ছে।
Vivo V40e এর ডিজাইন (লিক)
- নীচে দেওয়া ইমেজের মাধ্যমে আপকামিং Vivo V40e ফোনটি রয়্যাল ব্রোঞ্জ কালারে দেখা গেছে।
- এই ফোনটি লঞ্চের সময়ে আরও কালার যোগ করা হতে পারে বলে জানা গেছে।
- এই ফোনটির ব্যাক প্যানেলে ওভাল সেপ ক্যামেরা মডিউল এবং পাশেই LED ফ্ল্যাশ লাইট দেখা গেছে। একইসঙ্গে ক্যামেরা মডিউলের অরা LED লাইট রয়েছে।
- এই ফোনটির ফ্রন্ট প্যানেল 3D কার্ভ ডিজাইন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- সবমিলিয়ে Vivo V40e ফোনটি আকর্ষণীয় দেখাচ্ছে।
Vivo V40e এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই Vivo V40e ফোনের ডিসপ্লে সম্পর্কে জানানো হয়নি, কিন্তু লিক অনুযায়ী ফোনটিতে 3D কার্ভ এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এতে 4500 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40e স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হতে পারে। ফলে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
- স্টোরেজ: এই ফোনটিতে 8GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে। একইসঙ্গে 256 GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হতে পারে।
- ক্যামেরা: এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে দেখা গেছে, কিন্তু লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ওএস: Vivo V40e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ কাজ করতে পারে।