শাওমি তাদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তাদের মি সিরিজে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মি 8 লঞ্চ করেছিল। কোম্পানি এই ফোনটিকে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করেছিল। এখন শাওমি মি 8 এর আরও দুটি ভেরিয়েন্টের ওপর কাজ করছে যা 4 জিবি ও 8 জিবি র্যামসহ লঞ্চ করা হবে।
শাওমির এই নতুন স্মার্টফোন টেনাতে দেখা গেছে যা এম1803ই1টি মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকেই জানা গেছে কোম্পানি মি 8 এর ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি 4 জিবি ও 8 জিবি র্যামসহ দুটি ভেরিয়েন্ট পেশ করা হবে। মি 8 এর 8 জিবি র্যামের ভেরিয়েন্টটি হাই বাজেট ও 4 জিবি র্যাম ভেরিয়েন্টটি লো বাজেট স্মার্টফোন হবে।
র্যাম ছাড়া মি 8 এর এই নতুন ভেরিয়েন্টে বাকি সব কিছু আগের 6 জিবি র্যাম ভেরিয়েন্টের হুবহু এক। মি 8 গ্লাস বডির সঙ্গে প্রিমিয়াম মেটাল বডিসহ পেশ করা হয়েছে। এই ফোনটি বেজল লেস নচ ডিসপ্লে ও ভার্টিকাল রেয়ার ক্যামেরা যুক্ত। এতে 2248 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.21 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
শাওমি মি 8 শাওমির লেটেস্ট মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। মি 8 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। ফোটোগ্রাফির জন্য মি 8 এর ব্যাক প্যানেলে এআই টেকনিকযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এতে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর আছে। ফ্রন্ট প্যানেলে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
মি 8 এর ফ্রন্ট ক্যামেরাও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টেকনিকে কাজ করে। ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এতে ইন্ফ্রারেড ফেস আনলক ফিচার আছে। ফোনটি 4জি ভোএলটিই, এনএফসি, ইউএসবি টাইপ সি, ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস ও ডুয়েল ব্যান্ড ওয়াই ফাইয়ের মত ফিচার সম্পন্ন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,400 এমএএইচ ব্যাটারী আছে।
শাওমি মি 8 এর 6 জিবি র্যামের 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,699 ইউয়ান (প্রায় 28,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একই ভাবে 128 জিবি ভেরিয়েন্ট 2,999 ইউয়ান (প্রায় 31,600 টাকা) ও 256 জিবি ভেরিয়েন্ট 3,299 ইউয়ান (প্রায় 34,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। শাওমি মি 8 এর এক্সপ্লোরার এডিশন 3,699 ইউয়ান দামে লঞ্চ হয়েছিল। যার ভারতীয় দাম প্রায় 39,000 টাকা।