90W চার্জিং, 8GB RAM এবং 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V60 Lite 4G স্মার্টফোন

সম্প্রতি Vivo তাদের V60 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের 4G ভার্সন পেশ করেছে। জানিয়ে রাখি নতুন Vivo V60 Lite 4G স্মার্টফোনটি আপগ্রেডেড ডিজাইন এবং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। তবে প্রসেসর একই রয়েছে। এই স্মার্টফোনটিতে Snapdragon 685 প্রসেসর, 50MP Sony IMX882 প্রাইমারি রেয়ার ক্যামেরা, 256GB স্টোরেজ, 6500mAh ব্যাটারির মতো ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V60 Lite 4G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

নতুন Vivo V60 Lite 4G স্মার্টফোনে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 10-বিট আউটপুট এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটির স্লিম ডিজাইন সহ থিকনেস 7.59mm এবং ওজন 194 গ্রাম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP65 রেটিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo V60 Lite 4G স্মার্টফোনটিতে Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। স্পীডের জন্য স্মার্টফোনে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo V60 Lite 4G স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। তবে 5G মডেল 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। অন্যদিকে 4G মডেলে উপস্থিত Snapdragon 685 প্রসেসরের জন্য মাত্র 1080p ভিডিও রেকর্ডিং করা যায়।

এই স্মার্টফোনটির বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। এই ব্যাটারিতে 27 ঘন্টার বেশি ভিডিও প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কারণ এই ব্যাটারিতে 24-লেয়ার প্রোটেকশন সিস্টেম রয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে 4G মোডেম, Bluetooth 5.0, USB Type-C (2.0) পোর্ট এবং NFC সাপোর্ট করে।

গ্লোবাল বাজারে Vivo V60 Lite 4G স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই স্মার্টফোনটি সিঙ্গেল 8GB + 256GB ভেরিয়েন্ট TRY 22,000 অর্থাৎ প্রায় 47,000 টাকা দামে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি কিনলে vivo TWS3e ইয়ারবাড এবং গিফট বক্স (স্মার্টফোন স্ট্যান্ড, থারমাস এবং কিচেইন) ফ্রি দেওয়া হবে।

যারা 4G কানেক্টিভিটি সহ বড় ব্যাটারি, স্লিম ডিজাইন এবং প্রিমিয়াম ডিসপ্লে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কোম্পানি নতুন Vivo V60 Lite 4G স্মার্টফোনটির মাধ্যমে তাদের টার্গেট করতে চাইছে। এই স্মার্টফোনটি মিড রেঞ্জে ওপ্পো, আইকু, ইনফিনিক্স 4G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে 5G টেকনোলজির ক্রমবর্ধমান চাহিদার যুগে দাঁড়িয়ে ইউজাররা এই ফোনটি বেশ পছন্দ করতে পারে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের লেটেস্ট মোবাইল নেটওয়ার্ক সহ অপশনে যাওয়া উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here