কেমন হবে Vivo V60 Lite স্মার্টফোনের ডিজাইন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল স্মার্টফোনের ইমেজ

সম্প্রতি ভারতে Vivo V60 5G ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ‘লাইট’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই গ্লোবাল বাজারে আপকামিং স্মার্টফোনটি Vivo V60 Lite নামে এবং ভারতের বাজারে Vivo V60e নামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আসন্ন স্মার্টফোনটি লঞ্চের বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই প্যাশনেটগীক্‌জ ওয়েবসাইটের মাধ্যমে Vivo V60 Lite স্মার্টফোনের ইমেজ ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।

প্রকাশ্যে আসা ইমেজের মাধ্যমে Vivo V60 Lite স্মার্টফোনটি অনেকটাই এই সিরিজের ভি60 5জি স্মার্টফোনের মতো দেখাচ্ছে। এই স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল কার্ভ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেয়ের চারদিকে বেজাল লেস ডিজাইন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা মডিউলের বাইরের ডানদিকে এলইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

স্মার্টফোনের বাঁদিকের ফ্রেমে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে। লিক ইমেজের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের লোয়ার ডিজাইন দেখা যায়নি, তবে এতে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা ইমেজের মাধ্যমে স্মার্টফোনটি Rose Pink এবং Gray কালার অপশনে দেখা গেছে।

Vivo V60 Lite 5G স্মার্টফোনটি 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। Vivo V60 স্মার্টফোনেও একই ডিসপ্লে দেওয়া হয়েছিল। আসন্ন লাইট মডেলটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং যোগ করা হতে পারে।

Vivo V60 স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল, তবে Vivo V60 Lite 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ পেশ করা হতে পারে। জানিয়ে রাখি জুন মাসে কোম্পানি একই প্রসেসর সহ Vivo Y400 Pro স্মার্টফোনটি 24,999 টাকা দামে লঞ্চ করেছিল। অন্যদিকে এই স্মার্টফোনের থেকে দশ হাজার টাকা কম দামে Lava Play Ultra 5G স্মার্টফোনটিও একই প্রসেসর সহ 14,999 টাকা দামে পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ‘ভি’ সিরিজের স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটিতে ZEISS লেন্স ব্যাবহার করা হবে বলে শোনা যাচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V60 Lite 5G স্মার্টফোনটিতে Vivo V60 স্মার্টফোনের মতো 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী কানেক্টিভিটির জন্য Lite 5G স্মার্টফোনটিতে Bluetooth 5.4 এবং NFC মতো ফিচার যোগ করা হতে পারে।

আগেই জনিয়েছি গ্লোবাল বাজারে আসন্ন Vivo V60 Lite 5G স্মার্টফোনটি ভারতের বাজারে Vivo V60e নামে লঞ্চ করা হবে। সম্প্রতি Vivo V60e স্মার্টফোনের দাম লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী স্মার্টফোনের ভ্যানিলা মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 28,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা রাখা হতে পারে। অন্যদিকে 12GB RAM সহ ভিভো 5G স্মার্টফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া দামের ডিটেইলস অনুযায়ী 30 হাজার টাকা বাজেট রেঞ্জে পাফরমেন্সের দিক দিয়ে Dimensity 8350 Extreme প্রসেসর সহ Motorola Edge 60 Pro এবং Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ Nothing Phone 3a Pro স্মার্টফোনগুলি আপকামিং 60 লাইট/ভি60ই স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে 30 হাজার টাকার বেশি দাম রাখা হলে 31,999 টাকা রেঞ্জে বাজারে উপস্থিত realme 15 Pro, OnePlus Nord 15 এবং POCO F7 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here