90W চার্জার সহ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Vivo V60 Lite স্মার্টফোন,  থাকবে 4G এবং 5G ভার্সন 

কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে লাইট ভার্সন অর্থাৎ Vivo V60 Lite স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। SDPPI, CQC এবং EEC সার্টিফিকেশন সাইটে Vivo V60 Lite 4G মডেলটি লিস্টেড হয়েছিল, এবার TKDN সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। অন্যদিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে Vivo V60 Lite 5G স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। আপকামিং স্মার্টফোনটি SIRIM, Nemko, EEC এবং IMDA সাইটে দেখা গেছে।

টেকআউটলুকের বক্তব্য অনুযায়ী TKDN সার্টিফিকেশন সাইটে Vivo V60 Lite 4GVivo V60 Lite 4G স্মার্টফোনটি ‘V2530’ মডেল নাম্বার সহ দেখা গেছে, এই লিস্টে TKDN ভ্যালু 35.80% রয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 2G/3G/4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। আগেই ইন্দোনেশিয়ার SDPPI ডেটাবেসের মাধ্যমে লঞ্চ কনফার্ম হয়েছিল এবং এবার TKDN সার্টিফিকেশন সাইটের মাধ্যমে একই তথ্য প্রকাশ্যে এসেছে। এছাড়া CQC এবং EEC অথারিটির মাধ্যমে আপকামিং স্মার্টফোনটি সার্টিফিকেশন পেয়েছে, এর ফলে এটি চীন এবং ইউরোপের বাজারে লঞ্চ হবে বলে কনফার্ম জানা গেছে। একইসঙ্গে CQC লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে Vivo V60 lite 5G স্মার্টফোনটি ‘V2529’ মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে, এর টাইপ অ্যাপ্রুভাল কোড ‘RGQL/51J/0825/S(25-4287)’ রয়েছে। এই ‘মোবাইল ফোন’ ক্যাটাগরিতে লিস্টেড রয়েছে এবং 2026 সালের 14 আগস্ট SIRIM সার্টিফিকেশন ভ্যালিড থাকবে।

Nemko ডেটাবেসে একই মডেল নাম্বার সহ স্মার্টফোনটি ‘NO135615’ সার্টিকেট নাম্বার সহ সার্টিফিকেশন পেয়েছিল। এটি ‘মোবাইল ফোন’ ক্যাটাগরিতে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনটিতে ক্লাস III প্রোটেকশন, প্রোটেক্টিভ ডিজাইন, লো ভোল্টেজ অপারেশন এবং USB টাইপ-C চার্জিং পোর্টের মতো ফিচার থাকবে বলে জানা গিয়েছিল।

ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে Vivo V60 lite 5G স্মার্টফোনটি ‘KZ0000010915’ নোটিফিকেশন নাম্বার সহ স্পট হয়েছে। 2032 সালের 31 ডিসেম্বর পর্যন্ত EEC সার্টিফিকেশন ভ্যালিড থাকবে। এছাড়া মালয়েশিয়া, ইউরোপের মতো বাজারগুলিতে স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। একইসঙ্গে IMDA সার্টিফিকেশন সাইটে Vivo V60 lite 5G স্মার্টফোনটি ‘V2529’ মডেল নাম্বার সহ দেখা গেছে।

জানিয়ে রাখি ভিভোর পক্ষ থেকে আগেই V60 5G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি তাদের V60 সিরিজের অধীনে V60 লাইট 4G এবং 5G মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

Vivo V60 5G স্মার্টফোনটিতে 1080×2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির কার্ভড FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, বেজাল লেস ডিজাইন এবং পাঞ্চ-হোল ডিজাইন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং 8GB/12GB/16GB RAM ও 128GB/256GB/512GB স্টোরেজ (নন-এক্সপেন্ডেবল) অপশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি লেন্স, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা (3x অপ্টিক্যাল জুম) দেওয়া হয়েছে, একইভাবে ফ্রন্টে 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6500mAh বড় ব্যাটারি এবং 90W ফ্ল্যাশ চার্জিং ও USB Type-C পোর্ট রয়েছে। স্মার্টফোনটি Android v15 এবং Funtouch OS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। এতে 5G সাপোর্ট, ডুয়েল ন্যানো সিম, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here