শীঘ্রই Vivo তাদের নতুন Vivo V70 সিরিজের ফোন লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Pro ফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। গীকবেঞ্চ সাইটে এই সিরিজের ভ্যানিলা V70 মডেলটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং পারফরমেন্স সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ভিভো ফোনের সম্ভাব্য ফিচার ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আসন্ন Vivo V70 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই একই প্রসেসর গত বছরের Vivo V60 ফোনটিতেও দেওয়া হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি, তবে CPU এবং GPU এর ডিটেইলস থেকে স্পষ্ট জানা গেছে ফোনটিতে নতুন 7 সিরিজের প্রসেসর দেওয়া হবে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1235 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3920 স্কোর পেয়েছে। তাই ফোনটি মিড হাই রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo V70 ফোনটিতে প্রায় 8GB RAM দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 OS সহ লঞ্চ করা হতে পারে। তবে ফোনের অন্যান্য স্পেসিফিকেশন, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে জানা যায়নি।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম কোয়ার্টারে Vivo V70 সিরিজ লঞ্চ করা হতে পারে। বর্তমানে কোম্পানির ফ্ল্যাগশিপ Vivo X300 সিরিজ প্রোমোট করা হচ্ছে। তাই এই সিরিজ লঞ্চের কিছু সপ্তাহ পরই V70 সিরিজ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আজই জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসে Vivo S50 এবং S50 Pro Mini ফোনদুটি লঞ্চ করা হবে। বিশেষত্ব হল আসন্ন S50 Pro Mini ফোনটি গ্লোবাল বাজারে Vivo X300 FE নামে রিব্র্যান্ড করা হতে পারে। তবে Vivo S50 ফোনটি V70 ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে।
Vivo V70 সিরিজ লঞ্চের পর আপকামিং Oppo Reno 15, Realme 15 Pro এবং Samsung Galaxy A56 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্স ভালবাসেন, তাদের কাছে V70 সিরিজ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
যারা 2026 সালে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তারা Vivo V70 ফোনটির অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)









