ভিভো নিয়ে এসেছে ভাঁজ হওয়া স্মার্টফোন Vivo X Flip, ওয়ালেটের থেকেও ছোট এর সাইজ

Highlights

  • চীনে লঞ্চ হয়েছে Vivo X Flip।
  • এর সঙ্গেই পেশ হয়েছে Vivo X Fold 2।
  • এই দুটি ফোনই ভাঁজ হয়।

ভিভো তাদের হোম মার্কেটে চীনে Vivo X Flip এবং Vivo X Fold 2 স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোন অনেকটা Samsung Galaxy Z Fold এবং Galaxy Z Flip ফোনের মতো। এর মধ্যে Vivo X Fold 2 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Vivo X Flip এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Realme 11 5G স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

Vivo X Flip এর ডিসপ্লে

লেটেস্ট Vivo X Flip ফোনটিতে 2520 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির সেকেন্ডারি স্ক্রিন 3 ইঞ্চির এবং এটি 682 × 422 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনটিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটির রিফ্রেশরেট 60 হার্টস।

ফোনটির সেকেন্ডারি স্ক্রিনে নোটিফিকেশন দেখা যায় এবং এতে মিউজিক কন্ট্রোলশ অন্যান্য উইজেট কন্ট্রোল করা যায়। এমনকি ফোনের ভাঁজ না খুলে এই ছোট স্ক্রিনের মাধ্যমেই বেশ কিছু অ্যাপও অ্যাক্সেস করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি TUV Rhineland certification পেয়েছে যা এটিকে 5,00,000 বার ফোল্ড ও আনফোল্ড করার ক্ষমতা যোগায়। আরও পড়ুন: দেখে নিন GTA Vice City মোবাইল, পিসি প্লেস্টেশন এবং Xbox ের চীট কোডের লিস্ট

Vivo X Flip এর স্পেসিফিকেশন

  • 12GB RAM + 512GB Memory
  • Qualcomm Snapdragon 8+ Gen 1

Vivo X Flip ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 এর সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

  • 32MP Selfie Camera
  • 50MP Rear Camera

সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X Flip ফোনে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে/ ফোনটির ব্যাক প্যানেলে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা ওআইএস সাপোর্ট করে। আরও পড়ুন: 1,199 টাকায় লঞ্চ হল Gizmore smartwatch Gizfit Flash, জেনে নিন ফিচার

  • 44W Fast Charging
  • 4,400mAh Battery

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,400mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। ফোনটিতে ওটিজি ফিচার রয়েছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।

Vivo X Flip এর দাম

Vivo X Flip ফোনটিতে 12GB RAM রয়েছে। এর সঙ্গে ফোনের বেস ভেরিয়েন্টে 256জিবি মেমরি এবং বড় ভেরিয়েন্টে 512জিবি স্টোরেজ রয়েছে। ফোনটির উভয় ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 5,999 এবং RMB 6,999 যা ভারতীয় দরে প্রায় 71,500 টাকা এবং 83,500 টাকার কাছাকাছি। এই ফোনটি বাজারে Drill Black, Silk Gold এবং Ling Purple কালারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল দুটি স্ক্রীন সহ Vivo X Fold 2 ফোল্ডেবল ফোন, অনন্য ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশনগুলিও চমৎকার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here