প্রকাশ্যে এল Vivo X Fold 3 Pro স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, আগামী মাসে আসতে চলেছে

ভারতীয় বাজারে ভিভো তাদের ফোল্ডেবল Vivo X Fold 3 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কিছু দিন আগেই টিজারের মাধ্যমে এই ফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করেছিল। এবার অফিসিয়াল ঘোষণার আগেই কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের লঞ্চ ডেট দেখা গেছে। এই দিন আপকামিং ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

ভারতে Vivo X Fold 3 Pro এর লঞ্চ ডেট

  • কোম্পানির মাইক্রো সাইটে Vivo X Fold 3 Pro ফোনের লঞ্চ ডেট দেখা গেছে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে বলে জানা গেছে।
  • নীচে দেওয়া স্ক্রিনশট ইমেজ অনুযায়ী আগামী 6 জুন 2024 সালের মধ্যে Vivo X Fold 3 Pro ফোনের লঞ্চ করা হবে বলে লেখা রয়েছে।
  • আগামী 6 জুন মাসে এই আপকামিং ফোল্ডেবল ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসতে পারে।

Vivo X Fold 3 Pro এর ডিটেইলস

  • Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি ভারতের সবচেয়ে হাল্কা এবং পাতলা ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি ফোল্ডের পর 11.2 মিমি মোটা এবং ওজন 236 গ্রাম হবে বলে জানা গেছে।
  • ভারতে এই ফোনটি 8.03 ইঞ্চির ইনার স্ক্রিন সহ সবচেয়ে বড়ো ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 4,500 নিটস পীক ব্রাইটনেস লেবেল রয়েছে। এটি ইন্ডাস্ট্রির বেস্ট হবে।
  • Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি ভারতের প্রথম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • কোম্পানির ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে Vivo X Fold 3 Pro স্মার্টফোনটি জার্মানি এআই সহ এআই নোট অসিস্ট, এআই ট্রান্সক্রিপ্ট অসিস্ট এবং এআই স্ক্রিন ট্রান্সলেশন এর মতো ফিচার দেওয়া হবে।
  • মাইক্রোসাইট অনুযায়ী Vivo X Fold 3 Pro স্মার্টফোনে ZEISS ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এই ফোনে দুটি সেন্সর সহ 10x জুম পেরিস্কোপ লেন্স এবং ZEISS মাল্টিফোকাল প্রোট্রেট লেন্স দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here