আজ ভারতের বাজারে ভিভো তাদের কম্প্যাক্ট এবং ইউনিক Vivo X200 FE স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটির বিশেষত্ব কম্প্যাক্ট 6.3 ইঞ্চির ডিসপ্লে। জানিয়ে রাখি কম্প্যাক্ট স্ক্রিন থাকা সত্ত্বেও 6500 এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9300+ প্রসেসর রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 FE স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Vivo X200 FE এর দাম ও সেল
Vivo X200 FE স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ 54,999 টাকা দাম রাখা হয়েছে। তবে বড় ভেরিয়েন্ট 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 59,999 টাকা দামে পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। আজ থেকে স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। এই স্মার্টফোনটি Amber Yellow, Frost Blue এবং Luxe Grey মতো তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে এইচডিএফসি, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে 6,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 24 মাসের নো-কোস্ট EMI অফার দেওয়া হচ্ছে।
Vivo X200 FE এর স্পেসিফিকেশন
ডিজাইন ও ডিসপ্লে
এটি কোম্পানির প্রথম ‘ফ্ল্যাট স্ক্রিন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ’ Vivo X200 FE স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে 6.31 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, এই স্ক্রিনে Zeiss-Master Colour টেকনোলোজি দেওয়া হয়েছে। এই স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজাল এবং মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। স্মার্টফোনটিতে বক্সী ডিজাইনের বডি সহ সার্কুলার শেপের ক্যামেরা মডিউল যোগ করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.99mm এবং এতে Shield Glass প্রোটেকশন রয়েছে।
প্রসেসর ও পারফরমেন্স
প্রসেসিঙের জন্য Vivo X200 FE স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে Immortalis-G720 GPU এবং রে-ট্রেসিং সাপোর্ট করে। এই প্রসেসরের তুলনায় Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনে Dimensity 9400 চিপসেট রয়েছে। তবে আগের জেনারেশনের তুলনায় Dimensity 9300+ চিপসেটে 46% বেশি পারফরমেন্স, 40% কম পাওয়ার খরচ এবং 40% মেমোরি ব্যান্ডউইথ কম খরচ করতে সক্ষম।
ব্যাটারি ও চার্জিং
কম্প্যাক্ট ডিজাইন হওয়ার পরও Vivo X200 FE 5G স্মার্টফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 90W ফাস্ট ওয়্যাড চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই স্মার্টফোনের তুলনায় OnePlus 13s স্মার্টফোনটিতে 5,850mAh ব্যাটারি রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা Zeiss-এর সঙ্গে টিউন করে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 100x জুম সাপোর্টেড 50MP Zeiss টেলিফটো লেন্স, 50MP Zeiss প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই স্মার্টফোনটিতে Studio-Quality Aura Light রয়েছে, এর ফলে কম আলোতেও আরুন ফটোগ্রাফি করা যায়। পোট্রেট ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে Zeiss Multifocal Portraits ফিচার রয়েছে, যা 35mm, 50mm, 85mm, এবং 100mm অপশন সাপোর্ট করে।
সফটওয়্যার এবং AI ফিচার
স্মার্টফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। এই সফটওয়্যারে বিভিন্ন AI ফিচার, যেমন Google Gemini Assistant, AI Captions, Circle-to-Search, Live Text, AI Document Tools, Smart Call Assistant, এবং AI Magic Move সাপোর্ট করে।
অন্যান্য
জল ও ধুলো থেকে সুরক্ষার Vivo X200 FE স্মার্টফোনটি IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি অতিরিক্ত প্রেশার এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম।











