Vivo এর আপকামিং ফ্ল্যাগশিপ X300 সিরিজ সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে টিপস্টার Digital Chat Station আপকামিং Vivo X300 Pro এবং Vivo X300 Pro Mini ফোনের ডিটেইলস শেয়ার করেছেন। এই বছরের চতুর্থ কোয়ার্টারে Vivo X300 সিরিজ লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে, অর্থাৎ আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই সিরিজ পেশ করা হবে। নিচে এই আপকামিং সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Vivo X300 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস (লিক)
Vivo X300 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই ফোনটিতে 1/1.3″ সাইজের 50MP Sony Lytia LYT-828 প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই সেন্সর সুন্দর লাইট ক্যাপচারিং এবং শার্প ডিটেইলসের জন্য বেশ সুপরিচিত। এর সঙ্গে এই সেটআপে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। এই সেন্সর 1/1.4″ মাপের হতে পারে। এই টেলিফটো ক্যামেরায় নতুন কোটিং টেকনোলজি যোগ করা হবে বলে জানা গেছে। এর দৌলতে লেন্স গ্লেয়ার কম হবে, ফলে আরও ভালো নাইট ফটোগ্রাফি এবং ব্যাকলাইট শট পাওয়া যাবে।
Vivo X300 বা X300 Pro Mini ফোনের ক্যামেরা ডিটেইলস (লিক)
জানিয়ে রাখি এবার 6.31 ইঞ্চির ছোট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Vivo X300 বা X300 Pro Mini ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই এই লিকে দুটি ফোনের ক্যামেরার কথাই হয়তো বলা হয়েছে। লিক অনুযায়ী, Vivo X300 বা X300 Pro Mini ফোনে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স থাকতে পারে। এই ফোনের ক্যামেরা সেটআপে 3x অপটিক্যাল জুম এবং Sony IMX882 সেন্সর দেওয়া হতে পারে।
Vivo X300 বা X300 Pro Mini ফোনের স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে
Vivo X300 বা X300 Pro Mini ফোনে 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি আগের Vivo X200 Pro ফোনে ব্যাবহৃত 6.67-ইঞ্চির স্ক্রিনের চেয়ে এবার ছোট ডিসপ্লে যোগ করা হবে। অর্থাৎ Vivo কম্প্যাক্ট ফোনে ফোকাস করছে। কোম্পানি এই সিরিজ নিয়ে আদতে কি পরিকল্পনা করছে সেই বিষয়ে অদূর ভবিষ্যতে জানা যাবে।
পারফরমেন্স
Vivo X300 Pro ফোনে প্রসেসিঙের জন্য MediaTek এর আপকামিং ফ্ল্যাগশিপ চিপসেট Dimensity 9500 দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই গত বছর লঞ্চ করা Vivo X200 Pro ফোনে Dimensity 9400 প্রসেসর যোগ করা হয়েছিল। আপকামিং Dimensity 9500 চিপসেট আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে।










