Vivo তাদের নতুন X300 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত এই বিষয়ে তথ্য শেয়ার করা হচ্ছে। অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে আপকামিং সিরিজের ডিজাইন এবং ফিচার ডিটেইলস লিক হচ্ছে। সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর পোস্টের মাধ্যমে Vivo X300 সিরিজের ডিজাইন শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এইবার ব্র্যান্ড তাদের আপকামিং সিরিজের ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে চলেছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে Vivo তাদের এই সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি বাজারে শক্তিশালী অপশন হিসাবে পেশ করতে চায়।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্ট অনুযায়ী Vivo X300 সিরিজে বড় সার্কুলার রেয়ার ক্যামেরা মডিউলে আগের চেয়ে ছোট ডেকোরেটিভ রিং দেওয়া হবে। এর ফলে ফোনটিতে একটি আকর্ষণীয় এবং অসাধারণ লুক পাওয়া যাবে। আসন্ন X300 এবং X300 Pro উভয় মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, এর কোণাগুলি কিছুটা বেশি গোলাকার হবে। এই ফোনের বেজাল iPhone 16 Pro Max ফোনের চেয়ে অত্যন্ত পাতলা হবে, এর ফলে আরও বেশি ইমার্সিভ ডিসপ্লে পাওয়া যাবে। একইসঙ্গের ফোনের ইন্টারফেস আগের চেয়ে সম্পূর্ণ আলদা এবং নতুন হতে চলেছে। তাই ফোনগুলি ব্যাবহার করার সময়ে Apple ডিভাইসের মতো উপভোগ করা যাবে।
লিক এবং সম্ভাব্য স্পেসিফিকেশন অনুযায়ী বিশ্বের প্রথম X300 সিরিজের Vivo X300 এবং X300 Pro ফোনগুলিতে MediaTek এর নতুন Dimensity 9500 প্রসেসর ব্যাবহার করা হবে। এই প্রসেসরে হাই-পারফরমেন্স এবং পাওয়ার-এফিসিয়েন্সি দিতে সক্ষম। ভ্যানিলা X300 মডেলে 6.3 ইঞ্চির 1.5K ডিসপ্লে, 200 মেগাপিক্সেল Samsung HPB প্রাইমারি সেন্সর (1/1.4-ইঞ্চির), 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপ্টিক্যাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে Vivo X300 Pro ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে, Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং প্রিজম বেসড স্ট্রাকচার সাপোর্টেড 200 মেগাপিক্সেল Samsung HPB পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Vivo তাদের আপকামিং ফোনগুলি ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে ডিজাইন করছে।
লিক অনুযায়ী Vivo X300 সিরিজের অধীনে X300, X300 Pro এবং X300 Ultra তিনটি মডেল লঞ্চ করা হতে পারে। এর মধ্যে অক্টোবর মাসে X300 এবং X300 Pro ফোনদুটি পেশ করা হবে। অন্যদিকে আগামী বছরে X300 Ultra মডেলটি লঞ্চ করা হবে। আসন্ন Ultra মডেলটি অ্যাডভান্স ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ফিচা সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
গত বছর সেপ্টেম্বর মাসে Vivo X200 ফোনটি লঞ্চকরা হয়েছিল। এই ফোনটিতে 6.67 ইঞ্চির 2K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে Zeiss অপ্টিমাইজ ফিচার সহ 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা (OIS সহ), 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 50MP Sony IMX882 টেলিফটো সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামের যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,800mAh ব্যাটারি এবং 90W ওয়্যার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68/69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC এবং Circle to Search এর মতো ফিচার সাপোর্ট করে।
Vivo X300 সিরিজ সরাসরি Samsung, Apple এবং Google এর মতো কোম্পানির ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। আপকামিং সিরিজের ক্যামেরা মডিউলের নতুন ডিজাইন এবং হাই-এন্ড পারফরমেন্স ফ্ল্যাগশিপ ফোনগুলিকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। এইবার Vivo শুধুমাত্র ডিজাইন ছাড়াও সফটওয়্যার এবং প্রসেসরের ক্ষেত্রেও বড় পরিবর্তন করতে চলেছে। ঠিকঠাক দাম রাখা হলে ভবিষ্যতে এই সিরিজ প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে আলোড়ন সৃষ্টি করতে পারে।











