Vivo এর X300 ক্রমাগত শিরোনামে ছেয়ে রয়েছে এবং এই সিরিজের আপকামিং Vivo X300 ও Vivo X300 Pro ফোনগুলি সম্পর্কে ক্রমাগত বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে Vivo X300 সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। একইসঙ্গে তিনি একটি নতুন ছবিও পোস্ট করেছেন। এই ছবির মাধ্যমে X300 সিরিজের সাইড প্রোফাইল দেখা গেছে। তাই আপকামিং সিরিজ নতুন ডিজাইন সহ পেশ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক X300 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে ফোনটি ডিজাইন অত্যন্ত স্লিম হতে চলেছে। অনেকেই মনে করছেন ডুয়েল 200MP ক্যামেরা সেন্সর এবং শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো লেন্সের ফলে ফোনটির ব্যাক প্যানেল কিছুটা মোটা হতে পারে, তবে কোম্পানি ফোনটিকে বেশ পাতলা রাখবে।
কোম্পানি জানিয়েছে Vivo X300 সিরিজের ফোনের রেয়ার গ্লাস থেকে ক্যামেরা ডেকো মাত্র 1.28mm উঁচু হবে। এই অ্যাডভান্স কোল্ড কার্ভিং প্রসেসরের মাধ্যমে করা হয়েছে। এখানে সাধারণ গ্লাসের তুলনায় তিন গুণ মোটা গ্লাস ব্যাবহার করা হয়েছে। এর ফলে প্রোডাকশনে বেশি সময় ও নিখুঁততা লাগে, তবে রেজাল্ট অত্যন্ত প্রিমিয়াম ও স্লিম ডিজাইনে পাওয়া যায়। এই ফোনে শক্তিশালী ক্যামেরা হার্ডওয়্যার দেওয়ার পরও ফোনের প্রোফাইল অত্যন্ত পাতলা রয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo X300 এবং X300 Pro ফোনের থিকনেস 7mm থেকে সামান্য বেশি হবে। ফলে এটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Vivo X300 সিরিজে Zeiss সহ ডুয়েল 200MP সেন্সর দেওয়া হবে। এর ফলে টপ লেভেলের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে। একইসঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এর মাধ্যমে জুম এবং ডিটেলিং কোয়ালিটির ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত Vivo এর পক্ষ থেকে Vivo X300 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের অক্টোবর মাসে Vivo X300 এবং X300 Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি হোম মার্কেটে লঞ্চ হওয়ার পরই, ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল বিশ্বের প্রথম Dimensity 9500 প্রসেসর সহ Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে।
Vivo X300 সিরিজ লঞ্চের পর ফোনগুলি বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra এবং Apple iphone 17 pro ও আপকামিং Oppo Find X9 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভিভো তাদের Zeiss ব্র্যান্ডিং এবং 200MP ডুয়েল ক্যামেরা টেকনোলোজির দিক দিয়ে এগিয়ে থাকতে পারে। যারা ফটোগ্রাফি, পারফরমেন্স এবং ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে চলেছে।
প্রথমে চীনে Vivo X300 সিরিজ লঞ্চের পর, শীঘ্রই ভারতের বাজারেও পেশ করা হতে পারে। তাই যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।










