32MP Selfie এবং 50MP Rear ক্যামেরাসহ লঞ্চ হল Vivo X90S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • চীনের মার্কেটে লঞ্চ হয়েছে Vivo X90S।
  • এই সিরিজের Vivo X90 এবং X90 Pro ফোনদুটি ভারতে সেল করা হয়।
  • এই ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভো চীনে তাদের ‘এক্স90’ সিরিজের পরিধি আরও বাড়িয়ে চীনে নতুন স্মার্টফোন হিসাবে Vivo X90S লঞ্চ করেছে। এই ফোনটি MediaTek Dimensity 9200+ চিপসেটের সঙ্গে মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের ক্যামেরা সেগমেন্টও যথেষ্ট শক্তিশালী। এই পোস্টে ভিভো এক্স90এস ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লিক ভিডিওতে প্রকাশিত হল OnePlus Nord 3 5G ফোনের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

Vivo X90S এর দাম

চিনা Vivo X90S ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 3,999 অর্থাৎ প্রায় 45,000 টাকার কাছাকাছি। একইভাবে ফোনটির অন্য দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 12GB RAM ও 256GB মেমরিসহ CNY 4,299 এবং 12GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজসহ CNY 4,699 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 48,900 টাকা এবং 53,000 টাকার কাছাকাছি। চীনে ফোনটি Cyan, Black, Red, এবং White কালারে সেল করা হবে।

ভিভো এক্স90এসের স্পেসিফিকেশন

  • 6.78″ AMOLED 120Hz display
  • MediaTek Dimensity 9200+
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Rear Camera
  • 32MP Front Camera
  • 120W 5,000mAh Battery

স্ক্রিন: এই ভিভো ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।

প্রসেসর: এক্স90এস ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও অরিজিন ওএস 3.0 এর সঙ্গে কাজ করে এবং এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। আরও পড়ুন: মার্কেটে আলোড়ন তৈরি করতে আসছে 24GB RAM সহ Realme কোম্পানির নতুন ফোন, জেনে নিন ডিটেইলস

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স663 প্রাইমারি সেন্সরের সঙ্গে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে।

সেলফি ক্যামেরা: Vivo X90S ফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো এক্স90এস ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: সামনে এল OnePlus Nord 3 এর ভারতীয় দাম, লঞ্চের আগেই লিক হল গুরুত্বপূর্ণ তথ্য

চার্জিং: ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এছাড়াও ভিভো এক্স90এস 5জিতে 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth v5.3, GPS এবং NFC এর মতো কিছু অসাধারণ ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here