8 হাজার টাকার চেয়েও কম দামে গ্লোবাল বাজারে লঞ্চ হল Vivo Y04s স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.74 ইঞ্চির ডিসপ্লে

ভিভো গ্লোবাল বাজারে তাদের কম দামে একটি Vivo Y04s স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি পেশ করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার বাজারে 8 হাজার টাকার চেয়েও কম দামে Vivo Y04s স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y04s স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y04s এর দাম

ইন্দোনেশিয়ার বাজারে Vivo Y04s স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ অশনের অপশনের দাম IDR 1,399,000 অর্থাৎ প্রায় 7,440 টাকা রাখা হয়েছে। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি Crystal Purple এবং Jade Green এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।

Vivo Y04s এর স্পেসিফিকেশন

  • 6.74″ 90Hz Display
  • Unisoc T612 CPU
  • 4GB Extended RAM
  • 4GB RAM + 64GB Storage
  • 13MP Dual Rear Camera
  • 5MP Front Camera
  • 15W 6,000mAh Battery

Vivo Y04s স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট এবং 570 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটিতে TÜV Low Blue Light সার্টিফিকেশন রয়েছে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত স্মার্টফোনটি ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।

Vivo Y04s স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিএশনে তৈরি 1.8 GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM সহ eMMC 5.1 storage সাপোর্ট করে।

ইন্দোনেশিয়ার বাজারে Vivo Y04s স্মার্টফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে স্টোরেজ বাড়ানোর জন্য 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y04s স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল এবং QVGA সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 15 ওয়াট ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ উপভোগ করা যায়। এই স্মার্টফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.2 সহ OTG অপশনও রয়েছে।

বিশেষত্ব হল Vivo Y04s স্মার্টফোনটিতে MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে, এই সার্টিফিকেশন স্মার্টফোনটিকে শক প্রুফ হতে সাহায্য করে। এই ফিচারের জন্য স্মার্টফোনটি কিছুটা উঁচু থেকে নিচে পড়লে বা কিছুতে ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকবে।

Vivo Y400 এর ডিটেইলস

ভারতের বাজারে Vivo Y400 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 6.67 ইঞ্চির FHD+ ফ্ল্যাট AMOLED ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং এতে 4 বছরের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি ফুল চার্জ করার পর 61 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y400 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX852 সেন্সর এবং 2MP Bokeh লেন্স রয়েছে। এই স্মার্টফোনের Underwater Camera ফিচারের জন্য জলের ভিতরেও ফটো তোলা বা ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে।

জানিয়ে রাখি Vivo Y400 স্মার্টফোনটি 3 লেয়ার ওয়াটারপ্রুফ ফ্রেম ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 30 মিনিট পর্যন্ত 6 মিটার জলের ভিতরেও সুরক্ষিত থাকবে। এই স্মার্টফোনটিতে Vivo AI Phone ফিচার রয়েছে, যেমন এআই ট্রান্সক্রিপ্ট, এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ডকুমেন্টস এবং লিঙ্ক টু উইন্ডো সহ AI ইমেজিং স্টুডিও, AI Erase 2.0 এবং সার্কেল টু সার্চের মতো ফিচার পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here