নতুন সার্টিফিকেশন পেল Vivo Y100 স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

ভারতে Vivo Y100 5G স্মার্টফোনটি 21,999 টাকা দামে সেল করা হয়। এই স্মার্টফোনটিতে 64MP Camera, 8GB RAM এবং MediaTek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। এই ভিভো 5জি ফোনর পর এবার কোম্পানি এই ফোনের 4G মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিক হয়েছে এর মাধ্যমে ফোনটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

Vivo Y100 4G এর লিস্টিং ডিটেইলস

আপকামিং ভিভো ফোনটি থাইল্যান্ডের সার্টিফিকেশন NBTC সাইটে লিস্টেড হয়েছে। এখানে স্মার্টফোনটি V2342 মডেল নাম্বার সহ সার্টিফাইড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম জানা গেছে। এই ফোনটি Vivo Y100 4G নামে বাজারে আসবে। এনবিটিসির মাধ্যমে আই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই নতুন Vivo Y100 স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Vivo Y100 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই নতুন স্মার্টফোনটি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ হল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেলে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Vivo Y100 5G স্মার্টফোনটি প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ দেওয়া হয়েছে।
  • মেমারি: এই ভিভো স্মার্টফোনটিতে 12জিবি এক্সপ্যান্ডেবল RAM রয়েছে। এই ফোনটিতে 12জিবি ফিজিক্যাল RAM দেওয়া হয়েছে যা ভার্চুয়াল RAM এর সঙ্গে মোট 24জিবি RAM এর পারফরমেন্স দিতে সক্ষম।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কোলের জন্য Vivo Y100 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100 5G স্মার্টফোনটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here