4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হল Vivo Y16 এবং Vivo Y22 এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

Vivo সম্প্রতি ভারতে তাদের মিড রেঞ্জ Vivo T2 সিরিজ পেশ করেছে। এর পাশাপাশি কোম্পানি ভারতে তাদের Vivo Y16 এবং Vivo Y22 ফোনদুটির নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এর আগে কোম্পানির পক্ষ থেকে তাদের Y সিরিজে Vivo Y100A নামের নতুন ফোন লঞ্চ করেছিল। এই পোস্টে সদ্য লঞ্চ করা ফোনদুটির নতুন ভেরিয়েন্ট সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল 65 ইঞ্চি স্মার্ট টিভি, জেনে নিন ফিচার এবং দাম

Vivo Y16 এবং Y22 এর নতুন ভেরিয়েন্ট

  • রয়েছে 4GB RAM

Vivo Y16 এবং Y22 ফোনদুটির নতুন ভেরিয়েন্টে 4GB RAM এবং 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির তরফ থেকে Y16 ফোনটি 12,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং Y22 ফোনটির দাম রাখা হয়েছে 14,999 টাকা।

Vivo Y16 ফোনটি গোল্ড এবং ব্ল্যাক কালারে সেল করা হয়। অন্যদিকে Y22 ফোনটির হোয়াইট এবং ব্ল্যাক কালারে মার্কেটে সেল করা হয়। আরও পড়ুন: Vivo T2 5G এবং OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের মধ্যে কোনটি সেরা? দেখে নিন বিস্তারিত তুলনা

Vivo Y16 এর স্পেসিফিকেশন

  • 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • MediaTek Helio P35 চিপসেট
  • ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ
  • 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং

Vivo Y16 ফোনটিতে ওয়াটারড্রপ নচসহ 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটি MediaTek Helio P35 চিপসেটে রান করে এবং এতে Android 12 অপারেটিং সিস্টেম এবং Funtouch স্কিন রয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে 4G, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। এছাড়া এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: Google Play সাপোর্ট ডিভাইস লিস্টে তালিকাভুক্ত Vivo Y78 5G এবং V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

ফটোগ্রাফির জন্য Vivo Y16 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 13MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP মাইক্রো ক্যামেরা লেন্স আছে। সেলফির জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y22 এর স্পেসিফিকেশন

  • 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে
  • MediaTek MT6769 চিপসেট
  • 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং

Vivo Y22 ফোনটিতে 6.5-ইঞ্চির HD+ 2.5D ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek MT6769 চিপসেটে রান করে। আগে এই ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজসহ ভারতে পেশ করা হয়েছিল। এবার ফোনটি 128GB মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং Funtouch স্কিনে কাজ করে। আরও পড়ুন: লঞ্চ হল Tecno-এর ফোল্ডেবল ফোন Phantom V Fold 5G, জেনে নিন দাম, সেল ডিটেইলস এবং ফিচার এবং স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Vivo Y22 ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G, ডুয়েল ব্যান্ড Wi-Fi, ব্লুটুঠ, GPS এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি আছে। আরও পড়ুন: নতুন ইয়ারফোন কিনবেন? দেখে নিন 1000 টাকার কম দামের সেরা ওয়্যার্ড ইয়ারফোনের তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here