আমরা কয়েক দিন আগে এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম চাইনিজ টেক ব্র্যান্ড ভিভো ভারতে 12,499 টাকা দামে Vivo Y16 নামের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এবার এই খবর সত্য প্রমাণ করে কোম্পানি এই দামেই ভারতে Vivo Y16 ফোনটি লঞ্চ করেছে। Vivo Y16 ফোনটিতে 5,000mAh Battery, 13MP Camera, 4GB RAM এবং MediaTek P35 processor এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, সেল ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y16 এর দাম
ভারতে Vivo Y16 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং বড় ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB মেমরি যোগ করা হয়েছে। Vivo Y16 ফোনটির উভয় ভেরিয়েন্ট যথাক্রমে 9,999 টাকা ও 12,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। মার্কেটে এই নতুন ফোনটি Drizzling Gold এবং Stellar Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
Vivo Y16 এর স্পেসিফিকেশন
নতুন Vivo Y16 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 2.5ডি কার্ভড ডিসপ্লে দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি মাত্র 8.19এমএম চওড়া এবং ওজন 183 গ্রাম।
Vivo Y16 ফোনটি ফানটাচ ওএস 12 বেসড Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। ভারতের মার্কেটে এই ফোনটি 3GB ও 4GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এই দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y16 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y16 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন