গত বছর ভিভো ভারতের মার্কেটে লো বাজেটের Vivo Y1s স্মার্টফোন লঞ্চ করেছিল এবং ফোনটি মাত্র 7,990 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি স্পেশাল জিও অফারের সঙ্গে মার্কেটে আনা হয় এবং ইউজারদের মধ্যে ফোনটি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। এবার কোম্পানি তাদের Vivo Y1s ফোনটি আপগ্রেড করে দেশের মার্কেটে ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট পেশ করেছে। এই নতুন ভেরিয়েন্টে 3 জিবি র্যাম যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,490 টাকা।
Vivo Y1s এর দাম ও অফার
কোম্পানির পক্ষ থেকে Vivo Y1s এর নতুন ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই নতুন ভেরিয়েন্ট 9,490 টাকা দামে Aurora Blue এবং Olive Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটি Vivo India E-store, Amazon, Flipkart, Paytm, Tata Cliq ও Bajaj EMI Store এর পাশাপাশি সমস্ত রিটেইল স্টোর থেকে কেনা যাবে। জানিয়ে রাখি Vivo Y1s ফোনটির সঙ্গে Jio lock-in offer আনা হয়েছিল যেখানে 4550 টাকার বেনিফিট দেওয়া হতো। এবার উপরোক্ত শপিং সাইটগুলি Vivo Y1s এর কেনাকাটায় আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। অফার ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন।
Vivo Y1s এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের এই লো বাজেট ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে পেশ করেছে। Vivo Y1s ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চওড়া চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরের দিকে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে। 88.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.5 শতাংশ এবং ডায়মেনশন 135.11 × 75.09 × 8.28 এমএম ও ওজন 161 গ্ৰাম।
অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে Vivo Y1s ফোনটি ফানটাচ ওএস 10.5 এ কাজ করে। এক্ষেত্রে বলা যেতে পারে কোম্পানি তাদের এই নতুন ভেরিয়েন্টটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গেই লঞ্চ করতে পারতো। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 2 জিবি ও 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Vivo Y1s এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। ফোনটির উভয় ক্যামেরা সেন্সরে Photo, Beauty, Video ও Time Lapse এর মতো ফিচার যোগ করা হয়েছে যার ফলে লো বাজেটেও ভালো ফোটোগ্রাফির আশা করা যায়।
Vivo Y1s ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। ফোনটির ডায়মেনশন 135.11 × 75.09 × 8.28 এমএম ও ওজন 161 গ্ৰাম। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Vivo Y1s এ ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,030 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন