5000mAh ব‍্যাটারী ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে এল সস্তা Vivo Y20A, তবে কি বিপদ গুনছে Xiaom-Realme?

ভিভো বছর শেষ হ‌ওয়ার অন্তিম মুহুর্তে ভারতে তাদের একটি নতুন ফোন পেশ করে দিয়েছে। এই ফোনটি Vivo Y20A নামে লঞ্চ করা হয়েছে। ভারতে এমনিতেই ভিভো ওয়াই সিরিজের ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়। এই ফোনটি ছাড়া কোম্পানি গত বুধবার তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে Vivo Y20 (2021) পেশ করেছে। আমরা এই পোস্টে Vivo Y20A এর ব‍্যাপারে কথা বলব।

দাম ও সেল

কোম্পানির পক্ষ থেকে Vivo Y20A ফোনটি একটি মাত্র ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। দেশে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজসহ সেল করা হবে এবং এর দাম রাখা হয়েছে 11,490 টাকা। এই ফোনটি নেবুলা ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 2 জানুয়ারি থেকে Vivo Y20A ফোনটি পার্টনার রিটেইল স্টোর, ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও অন‍্যান‍্য বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে।

শক্তিশালী ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y20A তে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 17 ঘন্টার‌ও বেশি সময় ধরে অনলাইন এইচডি মুভি স্ট্রীম করা যাবে। এছাড়া এই ফোন 10 ঘন্টার বেশি সময় গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo Y20A তে 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি বাড়ানো যায়। এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস 11 যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo Y20A এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo Y20 (2021)

Vivo Y20 (2021) ফোনটিতে প্লাস্টিক বডি পাওয়া যাবে এবং এটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে ওয়াটারড্রপ নচযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.41 × 76.32 × 8.41 এম‌এম ও ওজন 192 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here