Vivo আগামী 5 জানুয়ারি ভারতে Vivo V23 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোন Vivo V23 এবং Vivo V23 Pro স্মার্টফোন লঞ্চ করার আগে, কোম্পানি ভারতে Vivo Y সিরিজের বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন Vivo Y21T স্মার্টফোনের বহু স্পেসিফিকেশন ইতিমধ্যেই লিক হয়েছে। এই Vivo স্মার্টফোনের ডিজাইন এবং ক্যামেরার স্পেক্সও প্রকাশ করা হয়েছে। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি 3 জানুয়ারি লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই লিক হয়ে গেছে এই স্মার্টফোনের দাম।
ভারতে Vivo Y21T স্মার্টফোনের দাম
টিপস্টার মুকুল শর্মা Vivo-এর আসন্ন Vivo Y21T স্মার্টফোনের দাম সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। এই Vivo স্মার্টফোনের 4GB + 128GB ভেরিয়েন্ট ভারতে 19,990 টাকা দামে লঞ্চ হতে পারে। মুকুল শর্মা বলেছেন যে এই ফোনটিকে কোম্পানি একক ভেরিয়েন্টেই পেশ করতে পারে। এর সাথে ভিভোর এই ফোনটি নীল এবং কালো রঙের বিকল্পে পাওয়া যেতে পারে।
Vivo Y21T এর স্পেসিফিকেশন
Vivo Y21T স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এর সাথে এই ফোনটি Snapdragon 680 প্রসেসর সহ বাজারে আসতে পারে। ক্যামেরার কথা বললে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
এই Vivo ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া থাকতে পারে এবং এর সাথেই 2MP-এর দুটি ক্যামেরা সেন্সর দেওয়া থাকতে পারে। এর সাথে সেলফি এবং ভিডিও কলিঙের জন্য ফোনে একটি 8MP ক্যামেরা দেওয়া যেতে পারে। Vivo Y21T স্মার্টফোনটিকে একটি 5,000mAh ব্যাটারি সাপোর্টের সাথে বাজারে পেশ করা যেতে পারে। এর সাথেই Vivo এর এই ফোনটি 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









