যারা নতুন এবং কম দামের 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য ভিভো ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y31 5G স্মার্টফোনটি 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y31 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ভারতের বাজারে Vivo Y31 5G স্মার্টফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা এবং টপ মডেলের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ভিভো স্মার্টফোনটি Diamond Green এবং Rose Red কালার অপশনে সেল করা হবে।
Vivo Y31 5G স্মার্টফোনে 6,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Vivo Y29 5G স্মার্টফোনটিতে 5,500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। তাই ব্যাটারির দিক দিয়ে বড় আপগ্রেড করা হয়েছে।
Vivo Y31 5G স্মার্টফোনটিতে কোয়ালকমের Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়ছে। এই প্রসেসরের 8-কোর সিপিইউ 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি ভারতের বাজারে LAVA একই চিপসেট সহ Blaze Dragon 5G স্মার্টফোনটি মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করেছিল। অর্থাৎ প্রসেসরের দিক দিয়ে Vivo Y31 5G স্মার্টফোনটির দাম বেশি মনে হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y31 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে স্মার্টফোনটিতে অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যাবে।
Vivo Y31 5G স্মার্টফোনটিতে 1608 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটিতে Wet-Hand Touch ফিচার রয়েছে, এর ফলে ভেজা হাতেও স্মার্টফোনটি ব্যাবহার করা যাবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিং এবং মজবুতির জন্য MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
15 হাজার টাকার চেয়ে কম দামের Vivo Y31 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন অত্যন্ত সাধারণ হলেও এর বিশেষত্ব হল মজবুত বডি এবং বড় ব্যাটারি। 15 হাজার টাকার থেকে কম দমে লঞ্চ হওয়া Vivo Y31 5G স্মার্টফোনটির চেয়ে বাজারে উপস্থিত iQOO Z10x, Redmi 15 এবং POCO M7 Plus স্মার্টফোনগুলি ভালো অপশন।
iQOO Z10x স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি এবং Dimensity 7300 প্রসেসর রয়েছে, যা Vivo Y31 5G স্মার্টফোনের চেয়ে ফাস্ট চাজ করতে সক্ষম। কম দামের Redmi 15 স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি পাওয়া যায়।











