ভারতে ভিভো 6500mAh ব্যাটারি সহ Vivo Y31 5G স্মার্টফোনটির সঙ্গে Y31 Pro 5G স্মার্টফোনটিও লঞ্চ করেছে। 20 হাজার টাকার চেয়ে কম দামে মিড বাজেট রেঞ্জে স্মার্টফোনটিতে Dimensity 7300 প্রসেসর এবং 8GB RAM সহ 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই 5G স্মার্টফোনটি 18,999 টাকা দামে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y31 Pro 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo Y31 Pro 5G স্মার্টফোনটির 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে পেশ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে স্মার্টফোনটিতে 1,500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট জারি করা হয়েছ। এরপর স্মার্টফোনের দুটি অপশনের দাম যথাক্রমে 17,499 এবং 19,499 টাকা রাখা হয়েছে। যেসব ইউজাররা Axis, Kotak এবং HDFC Bank এর মাধ্ম ইএমআই করবেন, তাঁরা এই অফার উপভোগ করতে পারবেন। Vivo Y31 Pro 5G স্মার্টফোনটি Mocha Brown এবং Dreamy White কালার অপশনে সেল করা হবে।
প্রসেসিঙের জন্য Vivo Y31 Pro 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত Mediatek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গত মাসে একই চিপসেট সহ 14,999 টাকা দামে Lava Play Ultra স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ একই প্রসেসর 15 হাজার টাকার চেয়েও কম দামের স্মার্টফোনে ব্যাবহার করা হয়। জানিয়ে রাখি এই Lava স্মার্টফোনের AnTuTu স্কোর 690352 পেয়েছে।
Vivo Y31 Pro 5G স্মার্টফোনটিতে 8GB Expandable RAM ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 16GB RAM(8GB+8GB) পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনে LPDDR4X RAM ফিচার রয়েছে। মিড বাজেট স্মার্টফোন হিসাবে এতে LPDDR5 RAM দেওয়া হলে আরও ভালো এবং স্মুথ মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যেত। তবে ফাস্ট ডেটা ও মিডিয়া ট্রান্সফারের জন্য এই ফোনে UFS3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে, যা ইউজারদের বেশ পছন্দ হবে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল Vivo Y31 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 23.68 ঘন্টা ভিডিও স্ট্রিমিং করা যাবে। কোম্পানি জানিয়েছে ব্যাটারি 1% থেকে 50% চার্জ হতে 40 মিনিটে লেগেছে।
Vivo Y31 Pro 5G স্মার্টফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সাইজ এবং রিফ্রেশ রেট একদিকে যেমন ডিসপ্লেটিকে সুন্দর করে তোলে, তেমনই লো লেভেল ব্রাইটনেসের কারণে আউটডোর ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্ক্রিনে Wet-Hand এবং Greasy-Hand টাচ ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y31 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo Y31 Pro স্মার্টফোনটি 20 হাজার টাকার চেয়ে কম দামে realme P4 এবং iQOO Z10R সহ Moto G86 Power স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। realme স্মার্টফোনটিতে Y31 Pro স্মার্টফোনের চেয়ে বড় শক্তিশালী 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই স্মার্টফোনে ভিভো স্মার্টফোনের এক জেনারেশন আপগ্রেডেড Dimensity 7400 প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
একইসঙ্গে iQOO Z10R সহ Moto G86 Power স্মার্টফোনেও Dimensity 7400 প্রসেসর রয়েছ, যা Vivo Y31 Pro স্মার্টফোনের Dimensity 7300 প্রসেসরের তুলনায় আপগ্রেডেড। Moto স্মার্টফোনে 6,720mAh ব্যাটারি এবং iQOO স্মার্টফোনে 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে যারা এমন একটি স্মার্টফোন খুঁজছেন, যেখানে স্টাইলিশ ডিজাইন সহ Curved AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, তাহলে iQOO Z10R স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে।












