লঞ্চের আগেই লিক হল Vivo Y31 Pro 5G ফোনের দাম, শীঘ্রই হতে পারে লঞ্চ

Vivo খুব তাড়াতাড়ি তাদের Y31 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যে সার্টিফিকেশন সাইটে এই ফোনদুটি লিস্টেড করা হয়েছে। এবার লঞ্চের আগেই অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিরিজের প্রো মডেলটির দাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট লিক হয়ে গেছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার সঞ্জু চৌধুরী Vivo Y31 Pro 5G ফোনের নতুন লিক শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন Vivo Y31 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটির 8GB+128GB ও 8GB+256GB মডেল লঞ্চ করা হতে পারে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 18,999 টাকা এবং 20,999 টাকা রাখা হবে বলে জানা গেছে। একটি পোস্টার ইমেজ‌ও শেয়ার করা হয়েছে, যার ফলে উভয় আপকামিং ফোনের ডিজাইন দেখা গেছে।

Vivo Y31 5G ফোনটিতে পিল-শেপ্ড ভার্টিক্যাল ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও মডিউলের বাইরে আরও দুটি LED ফ্ল্যাশ দেখা গেছে। এক‌ইভাবে সিরিজের Pro ভেরিয়েন্টে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা সেন্সর, একটি রিং LED লাইট এবং একটি বড় LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। ছবিতে Vivo Y31 5G ফোনটি পার্পল এবং Vivo Y31 Pro 5G ফোনটি হোয়াইট কালার অপশনে দেখানো হয়েছে। তবে বাজারে ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হতে পারে।

আগের লিক এবং লিস্টিং অনুযায়ী Vivo Y31 5G ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকতে পারে। এতে Android 15 OS এবং 4GB RAM দেওয়া হতে পারে। কানেক্টিভিটির জন্য উভয় ফোনে Bluetooth 5.4 যোগ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের ব্যাটারি সাইজ ও চার্জিং ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এতে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে আশা করা হচ্ছে।

যারা 20,000 টাকার চেয়ে কম দামে একটি সুন্দর ফোন খুঁজছেন তাদের জন্য Vivo Y31 5G সিরিজের ফোনগুলি বেশ উল্লেখযোগ্য হতে চলেছে। এই ফোনগুলিতে আকর্ষণীয় ডিজাইন, সুন্দর ক্যামেরা এবং ভালো পারফরমেন্স পাওয়া যেতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y31 Pro 5G ফোনটিকে ভারতের বাজারে উপস্থিত iQOO Z10 5G, Realme Narzo 80 Pro 5G, Redmi Note 14 এবং Samsung Galaxy A16 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। জানিয়ে রাখি উপরোক্ত সবকটি ফোন এই রেঞ্জে সেল করা হয় এবং ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়।

যারা 20 হাজার টাকার রেঞ্জে একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাঁর Vivo Y31 Pro 5G ফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন। তবে লঞ্চের পর সঠিক ফিচার এবং দাম দেখে তবেই বিচার করা উচিৎ। কারণ বাজারে এই রেঞ্জে বেশ কিছু ভালো স্মার্টফোন অপশন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here