সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31e 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Vivo তাদের Y31 সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি কোম্পানি আগে এই সিরিজে Vivo Y31 এবং Vivo Y31 Pro 5G ফোনদুটি লঞ্চ করেছিল। এবার Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে কোম্পানি নতুন Vivo Y31e 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন Vivo Y31e 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

নিচে দেওয়া লিস্টিং ইমেজে দেখানো হয়েছে Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি “V2533” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে লিস্টে Vivo Y31e নাম দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী আগের Vivo Y31 5G মডেলে Bluetooth 4.2 দেওয়া হয়েছিল। তাই আপকামিং Vivo Y31e 5G ফোনেও একই ব্লুটুথ ভার্সন থাকবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত লিস্টিঙের মাধ্যমে এই তথ্য জানা গেছে, তবে আসন্ন Vivo Y31e 5G ফোনটির স্পেসিফিকেশন Vivo Y31 5G ফোনের মতো হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে 6.68 ইঞ্চির বড় ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, ডুয়েল রেয়ার 50MP ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা, 6500mAh বড় ব্যাটারি এবং 44W ফ্ল্যাশ চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। ভারতে ফোনটি প্রায় 14,999 টাকা দামে সেল করা হয়।

Vivo তাদের Y সিরিজ বাজেট রেঞ্জের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করেছিল। তাই বড় ব্যাটারি, ক্যামেরা এবং দারুণ পাফরমেন্স সহ Vivo Y31e 5G ফোনটি সিরিজের আগের ফোনের তুলনায় কম দামে লঞ্চ করা হতে পারে।

লঞ্চের পর Vivo Y31e 5G ফোনটি বাজারে উপস্থিত Realme Narzo 80x 5G, Redmi 14C, এবং Samsung Galaxy M15 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনটি 12,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হলে, এটি একটি দারুণ অপশন হবে। যারা কম দামে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Vivo Y31e 5G ফোনটির অপেক্ষা করতে পারেন। এই ফোনের নতুন তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here